image

কর্দমাক্ত আনোয়ারার উত্তর সরেঙ্গা হযরত আব্দুস সামাদ শাহ সড়ক: নাগরিক দুর্ভোগ চরমে

image

উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও দক্ষিণ সরেঙ্গার এক মাত্র যাতায়াতের মাধ্যম হযরত আব্দুস সামাদ শাহ সড়ক পাকা করনের দাবী জানিয়েছেন এলাকাবাসী। বখতেয়ার সড়কের চুন্নাপাড়া এলাকা থেকে উত্তর সরেঙ্গার উপর দিয়ে আন্নর আলী সিকদার হাট পর্যন্ত এই সড়কটির প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে জনদূর্ভোগে পরিণত হয়েছে । বর্ষাকালে হাটু পরিমান কাদায় ভরে উঠে এসড়কে। গ্রামের ৫ হাজার মানুষ ছাড়াও শত শত শিক্ষার্থীদের রাস্তাটি পাকা করন না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ রাস্তাটি দিয়ে হাজার হাজার জনসাধারন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা আসা যাওয়া করে। রাস্তার বেহাল দশা থাকায় কৃষিজীবি মানুষেরা বাজারে ফসল আনা নেওয়ায় সমস্যার সম্মুখিন হয়। এলাকার দুর্যোগ প্রবনতার জন্য কোন সাইক্লোন সেল্টার না থাকায় জনসাধারনের বন্যা কবলিত সময়ে নিরাপদ স্থানে পৌছাতে এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর প্রানের দাবী অল্প সময়ের মধ্যে রাস্তাটি পাকা করা হোক। এব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান জানে আলম বলেন , উত্তর সরেঙ্গা আব্দুস ছামাদ শাহ সড়ক পাকা করনের টেন্ডার প্রক্রিয়া শেষের পথে। বর্ষা শেষে কাজ শুরু হবে। জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকা করা প্রয়োজন।