image

এবার চাকরি হারালেন এসএটিভির ২৭ সংবাদকর্মী

image

কোনো নোটিশ বা কারণ ছাড়াই এসএটিভির ২৭ সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন এসএটিভির বার্তা সম্পাদক রনজক রিজভী, নিউজরুম এডিটর সাজিয়া আক্তার, সায়িকা সাম্মা, বীথী দত্ত রায়, মোহাম্মদ রিপন, শাফায়েত দীপ্ত, রিপোর্টার মৌসুমী আচার্য্য, মাইনুল শোভন, নিয়ামুল আজিজ সাদেক, প্রোডাকশনের আরেফিন সেতু, আব্দুল্লাহ বাকি রিমন, আইটির মো. তৌহিদ মিলটন, সৈকত হোসেন, মাহমুদ হক রাজিন, ইমন উদ্দিন, মো. রাসেল আহমেদ, ব্রডকাস্টের মারুফ হোসেন, ক্যামেরাপার্সন রাসেল মিজান, সি এম মনির, বদরুজ্জামান জুয়েল, আশিকুল ইসলাম, মামুন, ভিডিও এডিটর জেবিন, মৌসুমি, সবুজ, প্রোগ্রামের ভিডিও এডিটর সোহেল এবং স্টোরের হুমায়ুন।এক সপ্তাহ আগে চাকরিচ্যুত হয়েছেন প্রোডাকশন ইনচার্জ বিকাশ।

আওয়ামীপন্থী, প্রগতিশীল এবং সনাতন ধর্মাবলম্বীদের বেছে বেছে এসএটিভি থেকে ছাটাইয়ের এই তালিকা করেছেন তারেক রহমানের বন্ধু গিয়াস আল মামুনের ঘনিষ্ঠজন চ্যানেল ওয়ানের সাংবাদিক হিসেবে পরিচিত মাহমুদ আল ফয়সাল।

তিনি বর্তমানে এসএটিভির হেড অব নিউজ। আর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের সঙ্গে এই চ্যানেল পরিচালনায় পেছন থেকে কলকাঠি নাড়ছেন গিয়াস আল মামুনের আরেক ঘনিষ্ঠজন, কথিত মিডিয়া ব্যক্তিত্ব এ কে পাটোয়ারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের সূচনালগ্নের রাতেও তাকে এসএটিভির টকশো লেট এডিশনে দেখা গেছে।