image

‘আল-আকসা ফিরে না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে’

image

আল-আকসা মসজিদে যতদিন না ফিলিস্তিনের পতাকা না উড়ছে ততদিন তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন অঞ্চলটির স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীরের আর একটু জায়গাও দখলের চেষ্টা করে তাহলে তাদের সঙ্গে সব চুক্তি বাতিল করা হবে। ৭২তম নাকাবা দিবসে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এ কথা জানান আব্বাস। এতে তিনি ইসরায়েলকে আবারো দখলদার রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। বলেন, দখলদার ইসরায়েলের নানামুখী ষড়যন্ত্র ও বিদ্বেষী নীতি অব্যাহত রয়েছে। তবে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ে ন্যায্য উপায় অবলম্বন করবে। যতদিন না ফিলিস্তিনিদের পবিত্র ভূমি থেকে ইসরায়েলকে না সরানো যাবে ততদিন তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

আব্বাস আরো বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বানচাল করার জন্য ইসরায়েল এখনো  নানা পরিকল্পনা ও ষড়যন্ত্র করে যাচ্ছে।কিন্তু এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের দমিয়ে রাখা যাবে না।  ফিলিস্তিনি জনগণের প্রতিবাদ চলতেই থাকবে, যতদিন না আল-আকসা মসজিদে ফিলিস্তিনি পতাকা না উড়ানো হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি পশ্চিম তীরের ভূমি দখলের ষড়যন্ত্রমূলক চুক্তি বাস্তবায়ন করে তাহলে তিনি তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবেন বলেও ঘোষণা করেন।