image

কর্ণফুলীতে ৮শ পরিবারকে কোস্টগার্ড পূর্ব জোনের ঈদ উপহার

image

করোনা পরিস্থিতিতে এবং ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত​ অসহায়, দরিদ্র, নিম্ন আয়ের​ মানুষের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড​ পূর্ব জোনের উদ্যোগ​ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

শনিবার (২৩মে) ​ দুপুরে কর্ণফুলীথানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের​ ইছানগর এলাকায়​ ৪শ​ অসহায় দরিদ্র​ ​ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি​ চাল, ২ কেজি​ ডাল, ২কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি​ লবণ বিতরণ করা হয়।

এছাড়াও ৪শ পরিবারের​ মাঝে​ ঈদ​ উপহার সামগ্রী হিসেবে​ প্রত্যেক পরিবারকে ২ পেকেট বাংলা​ সেমাই, ২ পেকেট লাচ্ছা​ সেমাই, ১ কেজি চিনি, আদা​ কেজি​ গুডো দুধ, ২০০ মিলি​ তরল দুধসহ খাদ্য সহায়তা বিতরণ করেছেন বাংলাদেশ​ কোস্ট গার্ড পূর্ব জোনের বিজিসি বেইস অধিনায়ক কমান্ডার এম শরিফুল হক খান ।

তিনি​ বলেন, করোনা​ পরিস্থিতিতে,এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও জেলেদের​ ৬৫ দিন​ সমুদ্রে​ মাছ আরোহণের নিষেধাজ্ঞায়​ উপকূলীয় অঞ্চলের কর্মহীন নিম্ন আয়ের মানুষের​ ​ জীবিকা​ বন্ধ হয়ে যাওয়া চার হাজার পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার​ হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড । 

যতোদিন করোনা পরিস্থিতি থাকবে ততোদিন নিম্ন​ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী​ বিতরণ​ অব্যাহত​ থাকবে বলে তিনি জানান।