image

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কমার্স কলেজ ডিবেটিং সোসাইটির অনলাইন বিতর্ক প্রতিযোগিতা

image

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি(সিসিডিএস)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মাদকবিরোধী অন্তঃক্লাব অনলাইন বিতর্ক প্রতিযোগিতা৷ একাদশ হতে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে ভিডিও কনফারেন্সিং এপস গুগল মিটে বিতর্কে অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থীরা।

গ্রুপ রাউন্ড পেরিয়ে ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সন্ধ্যায় চূড়ান্ত পর্বের বিতর্ক সরাসরি সম্প্রচারিত হয় সিসিডিএসের ফেসবুক পেইজে। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়ে টিম দূর্বার ও দূর্জয় যথাক্রমে সরকারি ও বিরোধী দলের হয়ে অংশ নেয়।

ছায়া সংসদের প্রধানমন্ত্রী ফাহাদ বিন তাহের কর্তৃক এই সংসদ(বাংলাদেশ), মিডিয়ার অনুষ্ঠানে(নাটক-সিনেমা ইত্যাদি) মাদকের ব্যবহার নিষিদ্ধ করবে শীর্ষক বিল উত্থাপনের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হয়।

সরকারি দলের হয়ে বিতর্কে অংশগ্রহণ করে ব্যবস্থাপনা বিভাগের আল জুবায়ের আলিম, ইংরেজি বিভাগের মো. শাহনেওয়াজ।

বিরোধীদলীয় নেতা শাফিন চৌধুরী'র নেতৃত্বে বিলের তীব্র বিরোধিতায় যুক্তিতর্ক উপস্থাপন করেন হিসাববিজ্ঞান বিভাগের মোহাম্মদ ইসমাঈল ও একাদশের শিক্ষার্থী শাহরিয়ার আদিব।  

বিতর্ক প্রতিযোগিতার স্পিকারের দায়িত্ব পালন করেন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি ও ব্যাংক এশিয়ার কর্মকর্তা হিমেল দে শুভ। সংসদের প্রস্তাবটি গৃহীত না হওয়ায় বিরোধীদল জয় লাভ করে, শ্রেষ্ঠবক্তা নির্বাচিত হন বিরোধীদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আদিব। 

ক্লাব প্রেসিডেন্ট(ভারপ্রাপ্ত) তাসফিয়া আক্তার অনন্যার সঞ্চালনায় সমাপনী পর্বে অতিথি ছিলেন সিসিডিএসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তাওহীদুল কবির। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি সাদ্দাম হোসেন সোহাগ, সেক্রেটারি মো. তৌফিকুর রহমান, মিডিয়া এন্ড কমিউনিকেশন সেক্রেটারি কাজী মাইনুদ্দীন মাহিন, বিভাগীয় কো-অর্ডিনেটর ফাইরুজ তাসনিম। কারিগরি সহযোগিতায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দা মারজানা ইউসুফ নীতি, শাহজাদা মজুমদার শুভ।