image

আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি 

image

আনোয়ারায় মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে আনোয়ারা সরকারা কলেজ শাখার সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য এম নজরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে এই কর্মসূচি পালন করেন।

মুজিবর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরা গাছ লাগান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা খোরশেদুল ইসলাম, মুজিবুর রহমান,সাইফুল ইসলাম শামীম, মঈন উদ্দিন, আনছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুকুল ইসলাম ছাত্রনেতা শাহাবুদ্দিন, বাবলু রাজ, শহিদ,সাব্বির,সাকিল ইসলাম আরমান, সাকিল, নোমান, আরিফ আল আমিন,মিজানুর রহমান, বাপ্পি, অন্তু রায়,রাজিব প্রমুখ,

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর মুক্তির সংগ্রামের মহানায়ক, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের ধারাবাহিকতায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে কলেজ ছাত্রলীগ। তিনি সবাইকে তিনটি করে গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে আহ্বান করেন।