image

স্বাস্থ্যখাতে সামাজিক অংশগ্রহণের অভূতপূর্ব উদাহরণ তৈরী করল সাতকানিয়া

image

বাংলাদেশে করোনা যখন ভয়াল তান্ডব চালিয়ে যাচ্ছিলো আর অক্সিজেনের অভাবে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল বড় বড় হাসপাতালগুলো তখন একজন মানবিক ডাক্তার মোরশেদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর স্বপ্নের কথা তুলে ধরে কাজে নেমে পড়লেন।  তিনি শুধু স্বপ্নই দেখাননি বরং সেই স্বপ্নের বাস্তব রুপ দিতে ছিলেন ভীষণ আত্মপ্রত্যয়ী। তাঁর কমিটমেন্ট ছিলো সাতকানিয়ার কোন জণগন অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে না। তাই সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন এবং কোভিড রোগীদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার জন্য সামাজিক উদ্যোগের মতো ব্যতিক্রমধর্মী আইডিয়ার কথা জানান। 

কোন রকম সরকারি সহযোগিতা ছাড়াই শুধুমাত্র সমাজের নানানস্তরের লোকদের সহায়তায় একমাসেরও কম সময়ে বুধবার (২১ জুলাই) সেটি পূর্নতা পায়। তাঁর ফেসবুকে তিনি দিনটিকে স্বপ্নপূরণের দিন হিসেবে বর্ণনা করে সমাপনি ভিডিওবার্তা শেয়ার করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই মুহুর্তে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পুরোটাই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এর আওতায় চলে এসেছে, সাথে যুক্ত হয়েছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলাসহ দুটি এইচডিইউ বেড, মনিটর, ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী। 

এ প্রসঙ্গে সার্জারী বিশেষজ্ঞ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ডাঃ মোরশেদ আলী বলেন, আমার স্বপ্ন সত্যি হয়েছে তবে পুরো কৃতিত্ব তাঁদের, যাঁরা আমাকে বিশ্বাস করে অনুদান দিয়েছেন। আমার স্বপ্নকে ইতোমধ্যে ছড়িয়ে দিয়েছি আরো একটি প্রত্যন্ত উপজেলা কুতুবদিয়া হেলথ কমপ্লেক্সেও। সেখানেও কাজ শুরু হয়েছে, আশা করি শীঘ্রই এই দ্বীপের প্রান্তিক জণগন সেন্ট্রাল অক্সিজেন লাইন এর সুফল ভোগ করতে পারবেন। আমি সবার দোয়া চাই।