image

চট্টগ্রাম নগরীতে বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

image

চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই বিভাগীয় অফিস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর বাকলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে লাইসেন্সবিহীনভাবে মশার কয়েল (ব্রান্ড:Action) উৎপাদন করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মেসার্স জামান এন্টারপ্রাইজ এবং মোড়কজাতকরণ সনদ ও ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে মেসার্স আল বারী ফুড প্রডাক্ট এর বিরুদ্ধে বিজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মোঃ মোস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আশিকুজ্জামান, পরিদর্শক (মেট) মোঃ জিল্লুর রহমান ও ক্যাব চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জানে আলম অংশগ্রহণ করেন। 

জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়।