image

চট্টগ্রামে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার উদ্বোধন

image

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী "মুজিব শতবর্ষ ২০২০" উদযাপন উপলক্ষেনসাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহাতাব উদ্দিন চৌধুরী সাম্পান খেলা ও চাটগাঁইয়া গানের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, যুব ও ক্রিড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাস সুমনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
শনিবার থাকছে কর্ণফুলীর দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা এলাকা থেকে উত্তর পাড়ের অভয়মিত্র ঘাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা। ঐদিন বিকালে থাকছে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও গানের আয়োজন।

উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, সাগর পাহাড় নদীর মিলিত সুন্দরের অপরূপ লীলাভুমি চট্টগ্রাম। কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করা না গেলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়বে। তাই এ আয়োজনের মধ্য দিয়ে জনগণকে সচেতন করার একটি উদ্যোগ। দখল ও দূষণমুক্ত কর্ণফুলীই পারে চট্টলাবাসীকে নির্মল আনন্দ আর বিশুদ্ধ বাতাস উপহার দিতে।

নেতৃবৃন্দ বলেন, এ আয়োজন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকাকে যেমনি তুলে ধরা হবে তেমনি সাংস্কৃতিক বিকাশেও অনন্য ভূমিকা রাখবে।

সাম্পান খেলায় অংশগ্রহণকারী ১০টি দল হলো : ১. চট্টগ্রাম ইছানগর বাংলাবাজার সাম্পান মালিক কল্যাণ সমিতি, ২. ইছানগর সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতি, ৩. চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতি, ৪. চরপাথরঘাটা ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি, ৫. পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র মাছ ব্যবসায়ী সমিতি, ৬. মালেক শাহ দ্বীপ কালা মোড়ল সমিতি শিকলবাহা, ৭. আহমদ উল্লাহ শাহ, শিকলবাহা ইব্রাহিম মাঝির বাড়ি, ৮. মোহাম্মদ তারেক মাদ্রাসা পাড়া, ৯. শেখ আহমদ মাঝি শিকলবাহা, ১০. নুর মুহাম্মদ, সদরঘাট সাম্পান মালিক সমিতি।