image

মরু দুলালের আগমনী

image

পরম মধুর নাম গো রাসুল (দঃ)
খোদারই করুণা,
ধরণী মাঝে আসুক খুশি 
তোমারই মোহনা!
আমি বিমোহিত হৃদয়ে, পরম প্রণয়ে
জপেছি সে নাম, হে হাবিব!
তুমি দীদার দাও গো,
মরণে আসো, খুশি হবো এ গরীব!
হরদম নাম-পরিচয় জেনেছি তোমার
জপেছি তোমারই সে নাম! 
গরীব কবি তোমারই উম্মত
বলো,চাইবে কিসের দাম?
তোমারই জন্মে ধর্ম এসেছে
খুব একটি দিবসে,
মোরা উদযাপনে দিনটি বৈকি
আসুক ভালোবেসে!
তোমার ভালোবাসায় প্রিয়নবী 
প্রভু বলেছেন,আনুগত্য! 
তুমি মহান,তুমি দয়াবান
তুমি নূর এ সত্য! 
তুমি মরূর দুলাল গো 
মা ফাতেমার পিতা,
হজরত আলীর নয়ন মনি
আর হাসনাইনের দাতা!
এ গরীবের ঘরে দুটি 
খেজুরের দানা আনি,
উদযাপন করে দরুদ গেয়ে
নবীজির আগমনী!
সন্ধ্যা তারাও হার মেনেছে দেখো
পূব আকাশে ধ্রুব তারা,
নূর নবীজি তশরিফ আনুক
সত্যের জয়ে ধরা!
রহমতের বন্যায় ভাসবে কূল
দরিয়ায় মাঝি ডাকে,
"আসসালাতু আসসালামু আ'লা
ইয়া রাসুলাল্লাহ" হাঁকে!
সায়্যিদা আমীনার কোলে
হাসে নূর-নওজোয়ান,
জেহেল,লাহাবের ভ্রাতুষ্পুত্র 
কাঁদে ফিহর-আদনান!
সুফিয়ান তার কন্যা দানের 
বড় আশায় আজ,
নূরকে বরণ করতে তালিব
নিলো জমক সাজ!
তালাআ'ল বাদরু আ'লাইনা বলে
মাদানী মুন্নী কাঁদে,
হিজরতেরই পথ চেয়েছেন
মুহাজির হয়ে যেতে!
এই তব গৌরবের ধরা
মায়ার গাঁথুনি বলে, 
মিলাদের ডাকে ঘুঁচবে আঁধার 
কিয়ামের দলে দলে!

লেথক : শিক্ষার্থী, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।