image

উখিয়ায় দেদারসে বিক্রি হচ্ছে অবৈধ সিম কার্ড: রোহিঙ্গা যুবক আটক

image

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

আটক মোহাম্মদ যুবায়ের (৩২) উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৫ ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন-এর কক্সবাজারস্থ ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বলেন, ‘শনিবার সকালে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাগঘোনা বাজারে রাস্তার উপর অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির খবরে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।