image

বাঙালীর বিজয়

image

হে পোষ্য!
আজ ধরায় এই বাংলায়
কি? কি হয়েছে?
আগমনী জনতার গান,
নাকি জনতার ঢল আর আহ্বান?
প্রাণপ্রিয় বঙ্গবন্ধুর মন্দ্রকণ্ঠ, 
অশান্ত বঙ্গোপসাগরের ঢেউ
আধিক্লিষ্ট ছিলো একাত্তর,
পেটের নাড়িভুড়িও নেই,
ক্ষুৎপিপাসার তাড়নায়!
সতত মুখরিত পাপের রাজ্য ছিলো
শোষন,নয় তো শাসন!
বিচ্ছিন্ন লাশের ছড়াছড়িতে 
চলতো তাদের ত্রাসন!

সব চুপচাপ, গুটিশুটি মেরে আছে যোদ্ধারা
এমনই এক রাত,পার করেছে বোদ্ধারা!
বুদ্ধিজীবীদের কথা বলছি,
তাঁদেরই ত্যাগের কথা বলছি!
হাহাকার পথের পানে পঁচিশের কালরাত!
তারও বহু ত্যাগে এ বিজয়,
সবাই ঐক্যবদ্ধ ছিলো,হাতে রেখে হাত!

বিজয় ষোল তে,ষোলকলা বিজয়।
শুভ বিজয়ের মাস,সুখে থাক বাঙালি 
মায়াভরা,স্নেহ ভরা মায়ের আঁচলে,
অদূর না হোক স্বপ্ন গুলো
অটুট থাকুক নীলাচলে!

লেখক : জোয়াইরিয়া বিনতে আজিজ,  শিক্ষার্থী, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।