image

পুলিশকে মাসোহারা দিয়ে নকল তারের ব্যবসাঃ র‌্যাব’র অভিযানে কারখানা সিলগালা

image

রাজধানীর বংশালথানা এলাকার চানখারপুর লেন ছক্কু মিয়ার গল্লির শরিফের বাড়িতে এবং ২/৮ নং চানখারপুল লেনে হাবিবের বাড়িতে থাকা, কালা ফারুক ও শরীফের  নকল বিআরবি ক্যাবল কারখানায় র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল বিআরবি ক্যাবল উদ্ধার করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব’র  ভ্রাম্যমাণ আদালত আশেপাশে আরো দুটি  কারখানার সন্ধান পেয়ে সেখানেও অভিযান চালায়। তবে নকল বিআরবি ক্যাবল তৈরীর একজন মালিককেও আটক করতে পারেনি।

কারখানার মালিক শরিফকে না পাওয়া না গেলেও কারখানার এক কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‍্যাব’র ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানার মালামাল জব্দের আদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

কালা ফারুকের কারখানায় মালিক  ফারুককে না পাওয়ায় ফারুকের ব্যবসায়ীক পার্টনার বাড়ির মালিক হাবিবকে এক বছরের জেল অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানা ও কারখানার মালামাল জব্দের আদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাব’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে লালবাগ খাজি দেওয়ান এলাকার এ্যালিন নামের এক ব্যক্তি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে অভিযানস্থলে এসে সমঝোতার প্রস্তাব নিয়ে আলোচনা করলে বিষয়টি র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নজরে আসে। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

নকল তার তৈরি প্রতিরোধে এমন অভিযান ধারাবাহিকভাবে চালানোর ঘোষণা দেন র‍্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

জব্দকৃত নকল তারের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, নিয়মিত থানা পুলিশ, সাংবাদিক, নেতা ও প্রশাসনের কতিপয় লোককে মাসোহারা দিয়ে এই নকল তারের কারখানা গুলো চলে আসছিলো।

এদিকে খাজে দেওয়ানে খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক পরিচয়দানকারী এ্যালিনই ওই কারখানার মালিক। দীর্ঘদিন ধরেই তিনি নকল তারের ব্যবসার সঙ্গে জড়িত। জয়নাগ রোডে তার একটি আলিশান ফ্লাট রয়েছে।