image

৪২ নাগরিকের অভিযোগ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত: সিইসি

image

৪২ নাগরিক কর্তৃক নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে অসত্য, বানোয়াট,ভিত্তিহীণ ও উদ্দেশ্য প্রণোদিত বলে তা প্রত্যাখান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন করে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে ১৪ ডিসেম্বর এ আবেদন করেন তারা। 

দেশের ৪২ জন নাগরিকের পক্ষে চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।