image

পিআইডি চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

image

পিআইডি চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার (১২ জানুয়ারী)  রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ ও তথ্য অধিকার আইন। রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুন। 

অনুষ্ঠানে আশ্রয়ণ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায় এ জেলার গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণসহ সরকারি উদ্যোগে প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম ১ জানুয়ারি বই উৎসবে বিনামূল্যে বই বিতরণসহ শিক্ষাখাতে সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের বর্ণনা দেন। জেলা মহিলা বিষয়ক উপপরিচালক হোসনে আরা বেগম, বিআরডিবি কর্মকর্তা সুপ্রভা চাকমা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী মিথুন গুপ্ত, ডেপুটি সিভিল সার্জন নীতিশ চাকমা নিজ নিজ প্রকল্পের বিষয়ে রাঙ্গামাটি জেলার সর্বশেষ অবস্থা তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক কৃপাময় চাকমা তথ্য অধিকার আইন বিষয়ে বক্তব্য দেন।

সভায় জাতীয় ও স্থানীয় দৈনিক , চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট বিস্তারিত জানতে চান। উম্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সরকারি গৃহীত কর্মকান্ডের হালনাগাদ তথ্য নিয়মিত গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হলে তারা সেগুলো প্রকাশ করতে পারে। ফলে জনমনে সরকারের ইতিবাচক অবস্থান আরো সুদৃঢ হবে। 

সভাপতির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ভিশনারী প্রকল্প পৃথিবীর অন্য কোন দেশে দেখা যায়না। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দশ উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। তাঁর এ উদ্যোগসমূহ বিশ্বে বহুল চর্চিত হচ্ছে। প্রধানমন্ত্রী বর্তমানে বিশ্বে রোল মডেল। 

অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন ও সংবাদ সংস্থার গণমাধ্যমকর্মীগণ অংশ নেন। পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মোঃ আজিজুল হক নিউটন, তথ্য অফিসার মারুফা রহমান ঈমা, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।