image

চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

image

মুজিব শতবর্ষ উপলক্ষে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের পঞ্চম খেলা শনিবার (১৬ জানুয়ারি) বিকালে সাতবাড়ীয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সাতকানিয়া সেভেন স্টার ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে বরমা আবুল কালাম কন্ট্রাক্টর স্মৃতি সংসদ একাদশ। বিপুল দর্শকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী খেলায় প্রথমার্ধের ৫ মিনিটে গোল করে ১-০ গোলে দলকে এগিয়ে নেন জয়ী দলের ডিফেন্ডার আকিব। পরে দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে ফরোয়ার্ড লুসাই সিং মার্মা গোল করে দলের বিজয় নিশ্চিত করেন।

খেলায় উদ্ভোধক ছিলেন বৈলতলী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস।

খেলা শেষে সাতবাড়ীয়া ক্রীড়া একাডেমির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক দিদারুল হক দস্তগীরের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি লিপি আকতার। বিশেষ অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়শা বেগম, বৈলতলী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা আকতার, সাতবাড়ীয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি জেসমিন আকতার, মহিলা আওয়ামীলীগ নেত্রী পিংকি আকতার, সাকিবা সুুলতানা প্রমূখ। খেলা পরিচালনা করেন কুতুবউদ্দিন হাসান। সহকারী ছিলেন মামুন ও হোসেন। ধারাভাষ্যকার ছিলেন আব্দুল মান্নান আজাদ ও মোঃ আনছারী। পরে জয়ী দলের লুুুুসাই সিং মার্মার হাতেম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।