image

চন্দনাইশে দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ১

image

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকা থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মোঃ মুজিব ওরফে ডাকাত মুজিব (৩৯) কে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। 

বুধবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মুজিব ওরফে ডাকাত মুজিব চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাফরাবাদ এলাকার মৃত আবদুল মালেক এর ছেলে।

চন্দনাইশ থানা পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি বৈলতলীর একটি মামলার আসামি মুজিব সাতকানিয়া থানার খাগরিয়ায় গরুর বাজারে অবস্থান করছে গোপন সংবাদে এস আই মোঃ সুজায়েত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে খাগরিয়া গরুর বাজার এলাকা থেকে মোঃ মুজিব ওরফে ডাকাত মুজিবকে গ্রেফতার করে। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোর চারটার সময় ডাকাত মুজিবের বসত বাড়ির শয়নকক্ষে খাটের নিচে চিরানো কাঠের ভিতর কাপড়ের শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশিয় তৈরি এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। 

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।