image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামে ভিন্ন রকম মানবিক আয়োজন লিটল স্টার প্লে স্কুলের

image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মুহুরী পাড়া উত্তরা আবাসিকে অবস্থিত লিটল স্টাল প্লে স্কুলের ভিন্ন রকম মানবিক আয়োজন নজর কেড়েছে নগরবাসীর।

রবিবার (২১ ফেব্রুয়ারী) দিনব্যাপী অসহায় গরীব ২১জন ছেলের ফ্রি খৎনা, ৩০জন অসহায় গরীব মেয়ের নাক ও কর্ণ ছেদন এবং ৩০০জন লোকের বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুক হক ডিউক।

বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার পপি, ডলপিন ক্লাবের সভাপতি ফিরোজ আহমেদ, গুলবাগ সমিতির সভাপতি কামরুন্নাহার, সাধারন সম্পাদক আওরঙ্গ জেব বাবুল, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান ও বিদ্যালয়ের পরিচালক সুপ্রীম কোর্টের আইনজীবী লায়ন এডভোকেট রোকন উদ্দিন মোঃ ফারুক। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, আলহাজ্ব সামছুল ইসলাম।

প্রধান অতিথি ওয়ার্ড কাউন্সিলর নাজমুৃল হক ডিউক বলেন, রক্তস্নাত মাতৃভাষা বাংলার বিশ্বময় স্বীকৃতি হিসেবে তা আন্তর্জাতিক ভাষা দিবসের মর্যাদা লাভ করেছে, যা আমাদের জন্য গৌরব ও অহংকারের। মাতৃভাষার ব্যবহার ও প্রয়োগে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ভূমিকা রয়েছে। আশা করি লিটল স্টার প্লে স্কুল সে বিষয়ে সজাগ রয়েছে এবং নানামুখী প্রচার ও প্রকাশনা অব্যাহত রাখবে।

লিটল স্টার প্লে স্কুলের পরিচালক সুপ্রীম কোর্ট আইনজীবি লায়ন রোকন উদ্দিন মো. ফারুক বলেন, ভাষা দিবসের আয়োেজনে আমরা ভিন্নতা দেয়ার চেষ্টা করেছি। যে দেশ এবং ভাষার জন্য আত্মাহুতি দিতে হয়েছে, সে দেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা এ ত্যাগের যথার্থতা অনুধাবনের চেষ্টা করেছি। হয়তো প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন ছিলো অপ্রতুল তারপরও আমাদের এ প্রচেষ্টার অনুকরণের অন্যরাও এগিয়ে আসলে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। 

ভবিষ্যতেও এ ধরণের মানবিক সামাজিক কার্যক্রম অব্যহত থাকবে দাবী করে তিনি আরও জানান, কেবলমাত্র ব্যবসার উদ্দেশ্যে আমাদের এ প্রতিষ্ঠান নয়। মানুষের পাশে সামাজিক ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করাও আমাদের লক্ষ্য।