image

পেকুয়ায় মাঠ আছে, খেলার পরিবেশ নেই !

image

কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ আছে, তবে খেলার কোন পরিবেশ নেই। ১৯৭১ সালে প্রতিষ্টিত হয় বিদ্যালয়টি। বর্তমানে ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। প্রতিষ্ঠার পর থেকে অতি সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ। বিদ্যালয়টির পূর্ব পাশেন সু প্রসারিত একটি খেলার মাঠ আছে। স্কুলের শিক্ষার্থীসহ বিদ্যালয়ের আশপাশ এলাকার ক্রীড়া প্রেমী মানুষের জন্য একমাত্র ক্রীড়া চর্চার স্থান। বৃহত্তর মেহেরনামায় প্রায় ৩০ হাজার জনসাধারণের জনবহুল এলাকার মানুষ এ বিদ্যালয় মাঠ কেন্দ্রীক। এখানে প্রতি বছর বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক, ধর্মীয় মাহফিল ও জানাযার নামাজ সম্পন্ন হয়। প্রতি বছর বর্ষার মৌসুমে মাতামহুরী নদীর ভাঙ্গন ও পাহাড়ী ঢলের পানিতে পেকুয়ার নি¤œাঅঞ্চল প্লাবিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে মাঠটি খানাখন্দকে এবং খেলাধুলা ও নানান অনুষ্টানের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়েছে। অন্য দিকে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা থেকে বঞ্চিত।

এসএমসি’র সহসভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশা জানান, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল করিম ইতি মধ্যে মাঠটি পরিদর্শন করেছে। তিনি ওই সময় মাঠটি ভরাট ও সংষ্কারের আশ^স্থ করেছিলেন। এমতাবস্থায় ওই বিদ্যালয়ের মাঠটি ভরাট ও সংষ্কার অতিব জরুরী। মাঠটি এলাকা ভিত্তিক সর্বক্ষেত্রে জরুরী হওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেছে বিদ্যালয়ে পড়ূয়া শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।