মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮
![]() |
হাটহাজারী সংবাদদাতা : এবার টিন দিয়ে চারদিক ঘেরাও করে ভরাট করা হচ্ছে হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ার বজল কোম্পানীর বাড়ির সামনের জনগুরুত্বপূর্ণ পুকুরটি।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুকুরটি ভরাট কাজ বন্ধের নির্দেশ দিয়ে মালিক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং পুকুরটি পুনঃ খননের নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করেই প্রকাশ্য পুকুরের চারপাশে টিন দিয়ে ঘেরাও করে পুনরায় পুকুরটি ভরাট কাজ শুরু করেছে পুকুরটির মালিকগন।
স্থানীয়দের নিত্যকাজে ব্যবহৃত জনগুরুত্বপূর্ণ এই পুকুরটি প্রকাশ্যে ভরাট করে ফেলার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শায়েস্তা খাঁ পাড়া এলাকার কাজী পুকুরটিতে আশেপাশে কয়েক হাজার মানুষ প্রতিদিন গোসল সহ যাবতীয় কাজে ব্যবহার করে থাকে। এছাড়া আশেপাশে আগুন লাগলে এই পুকুরটি ছাড়া অন্য কোথাও পানি পাওয়া যাবেনা। স্থানীয়দের নিত্য ব্যবহার্য কাজের একমাত্র উৎস পুকুরটি ভরাট করে ফেলার কারণে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী জানান, তিনি বিষয়টি দেখছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।