বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮
![]() |
ডেস্ক : এক্কেবারে অন্য মেজাজে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।ডেনিম জিন্স, কালো টি-শার্ট, মাথায় হেলমেট, বাইক নিয়ে হাজির তিনি। আর এক মাস পরেই পঞ্চাশে পড়বেন তিনি, তাকে দেখে মনেই হবে না।
বলিউড কাঁপিয়ে 'ধক ধক গার্ল' এবার প্রবেশ করেছেন মারাঠি ছবিতে। মুক্তি পেল সেই ছবির প্রথম পোস্টার; সিনেমার নাম 'বাকেট লিস্ট'।
বাহুবলি ফ্র্যাঞ্চাইজির আকাশছোঁয়া সাফল্যের পর করণ জোহরের পরবর্তী আঞ্চলিক ভাষার সিনেমা 'বাকেট লিস্ট' পরিচালনা করছেন তেজসপ্রভা বিজয় দেওস্কার।
কিছুদিন আগে মুক্তি পায় ছবির প্রথম টিজার। এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন মাধুরী। তার নাম মাথুরা সানে। তিনি যেমন একজন আদর্শ স্ত্রী, তেমনি আদর্শ মা, আদর্শ বউ।