সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
![]() |
সনজয় সেন. পটিয়া সংবাদদাতা : পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের কিল্লাপাড়া এলাকার বিধান দে (২৫) নামে এক যুবক বন্য হাতীর আক্রমণে মৃত্যু বরণ করেছেন।
জানা যায়, সোমবার সকাল ৭টায় কেলিশহর পার্শ্ববর্তী পাহাড়ে ছেলে-বাবা একসাথে লাকড়ি সংগ্রহ করতে গেলে হাতির সামনে পড়ে হাতির আক্রমণে ছেলে নিহত হয় এবং ভাগ্যক্রমে পিতা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত বিধান কেলিশহর কিল্লাপাড়া এলাকার মদন দে”র ২য় ছেলে।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসেও হাইদগাঁও এলাকার আকবর শাহ মাজার এর সামনে মেম্বার নুরুল ইসলামের ছেলে নজরুল পাহাড়ে পেঁপে সংগ্রহ করতে গেলে হাতির আক্রমনে মারা যায়।
প্রতিদিন হাইদগাঁও- কেলিশহর এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে পাহাড়ে গেলে আতংকে দিন যাপন করতে হয় তাদের। প্রতিনিয়ত হাতির পাল দিকবেদিক ছুটে বেড়ায় বলে এলাকাবাসী জানান।