image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

চেলসি কোচের চোখে বিশ্বসেরার পথে হ্যাজার্ড

ডেস্ক    |    ২০:১৪, আগস্ট ১৮, ২০১৮

image

বেশ কয়েক বছর ধরেই ইউরোপিয়ান ক্লাব ফুটবল মাতাচ্ছেন বেলজিয়ামের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে কাটাচ্ছেন দুর্দান্ত সময়। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও বেলজিয়ামের হয়ে অসাধারণ খেলেছেন তিনি।

চেলসির নতুন কোচ মাউরিজিও সারির কাছে হ্যাজার্ডকে এতোটাই ভালো লেগেছে বেলজিয়ান ফরোয়ার্ডকে ভবিষ্যতের বিশ্বসেরাই বলে দিয়েছেন তিনি। ইপিএলের নতুন মৌসুমে প্রথম ম্যাচ সহজেই জিতেছে চেলসি। শনিবার দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী আর্সেনালের মুখোমুখি হবে সারির দল।
ম্যাচের আগের দিন নিজ দলের সেরা খেলোয়াড় সম্পর্কে চেলসি কোচ বলেন, ‘আমরা এখন ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড় (হ্যাজার্ড) সম্পর্কে কথা বলছি। তার মধ্যে বিশ্বসেরা হওয়া সকল উপাদান রয়েছে। তবে আমার মনে হয় এডেনের আরও উন্নতির জায়গা রয়েছে। সে নিজেকে আরও এগিয়ে নিতে পারবে। টেকনিক্যাল স্কিল বা গোল করার সক্ষমতা আরও বাড়াতে পারবে সে, সেই সুযোগ রয়েছে তার। বিশ্বসেরা হওয়ার পথে আরও এগিয়ে যাবে এমনটা হলে।’

হ্যাজার্ডকে ঘিরে চেলসি কোচ বড় স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কেননা জোর গুঞ্জন চলছিল চেলসি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন হ্যাজার্ড। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে সারি বলেন, ‘ক্লাবে আসার পরে আমিও চিন্তিত ছিলাম হ্যাজার্ডের দলবদলের গুঞ্জনের ব্যাপারে। তবে আমি তার সাথে কথা বলার পরই নিশ্চিত হয়েছিলাম যে ক্লাব ছাড়ার ভাবনা নেই তার। তাই প্রথম ২০ দিন চিন্তিত ছিলাম আমি। এর বেশি নয়।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image