image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গা নারী পুরুষ টেকনাফে আটক

মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা    |    ০০:০০, নভেম্বর ৭, ২০১৮

image

মালয়েশিয়া পাচারকালে আটক রোহিঙ্গা নাগরিক

গতকয়েক বছর ধরে সাগর পথে মানব পাচার বন্ধ থাকার পর  ফের সংগঠিত হচ্ছে মালয়েশিয়া মানবপাচারকারী সিন্ডিকেট। । গত সোমবার রাতে তাদের শাহপরীরদ্বীপ গোলার চর হতে মালয়েশিয়াগামী ১৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটককৃতদের সংশ্লিষ্ট  রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। 

জানা যায়,  গত ৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপিতে কর্মরত সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল শাহপরীরদ্বীপস্থ গোলারচর দক্ষিণপাড়া সাগরতীর হতে মালয়েশিয়াগামী ১৪ জন ক্যাম্পে বসবাসকারী  রোহিঙ্গা  আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে  ৯ জন পুরূষ এবং ৫ জন মহিলা। উক্ত রোহিঙ্গারা  দালালের মাধ্যমে গত ২ নভেম্বর  রাত ১১ টার সময় সাবরাং  কচুবুনিয়া এলাকা দিয়ে মালয়েশিয়া গমনের জন্য নৌকাযোগে রওয়ানা করে এবং পরবর্তীতে গত  ৫ নভেম্বর রাত সোয়া ১১ টার সময়র দালালচক্র তাদেরকে গোলারচরে নামিয়ে দিয়ে অতিদ্রুত গভীর সমুদ্রে চলে যায়। আটককৃতরা হচ্ছে জামতলী শরণার্থী ক্যাম্পের  মৃত নুরুল আলমের ছেলে মোঃ ইয়াছিন (২২) , বালুখালী শরনার্থী ক্যাম্প মোঃ সালামের ছেলে মোঃ ইসলাম (২৬) ,  মৃত আব্দুর গফুরের মেয়ে  মোছাঃ বিবি খতিজা (১৮),    থ্যাইংখালী শরনার্থী ক্যাম্পের মোঃ শফিকের ছেলে  মোঃ খায়রুল আমীন (১৮), মোহাম্মদ আলীর ছেলে মোঃ রহিমুল্লাহ (১৬), মৃত ইমান হোসেনের ছেলে  মোঃ জাকের আহাম্মেদ (১৯), মোঃ আব্দুর রবের মেয়ে  মোছাঃ নুর বাহার (১৮),  সৈয়দ কালামের মেয়ে মোছাঃ আনোয়ারা বেগম(১৮),  কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত আবুল কাসেমের মোঃ ছাইদুল আমীন (১৯), মৃত আবুল কাসেমের ছেলে মোঃ সুলতান (৪৫), মৃত কামালের ছেলে  মোঃ ফরিদুল আলম (১৮),  মধুছড়া শরণার্থী ক্যাম্প (কুতুপালং)  মৃত-আবুল কাশেমের মেয়ে  মোছাঃ খোরশিদা (১৬), মোঃ নুর ছালামের মেয়ে মোছাঃ রফিজা (১৮), ও   টেকনাফ  নয়াপাড়া শরনার্থী ক্যাম্প মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ হোসেন (১৭)। আটককৃতরা জানান ,  ঘোলার চরে নামানোর পূর্বে তাদেরকে বলে যে, মালয়েশিয়া চলে এসেছি এখন তাড়াতাড়ি নেমে যাও।  এসব রোহিঙ্গারা  থেংখালী, বালুখালী, কুতুপালং, নয়াপাড়া, জামতলী ও মধুছড়া (কুতুপালং) রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করতো এবং তাদের নিবন্ধন কার্ড রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানাায় , কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের  ডি/৫ নম্বর ব্লকের জনৈক  মোঃ আইয়ুব আলী (৪০)  (মোবাইল নম্বর-০১৮৫০-৪৮৮১৭৬)  জনপ্রতি  ১০ হাজার  টাকা নিয়ে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।  বিজিবি ২ ব্যাটলিয়ান অধিনায়ক লে.কর্ণেল মো.আছাদুদ জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত রোহিঙ্গা নাগরিকদেরকে ৬ নভেম্বর  মঙ্গলবার  দুপুরে  সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image