image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

উন্নয়নের মহাসড়কে থাকতে নৌকার বিজয় নিশ্চিত করুন : চসিক মেয়র

প্রেস বিজ্ঞপ্তি    |    ০০:৩৭, নভেম্বর ১০, ২০১৮

image

বক্তব্য রাখছেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে পূণরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি আজ ৯ নভেম্বর বিকাল ৫টায় সিইপিজেড চত্বরে ইপিজেড অঞ্চলে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক মাতৃসদন হাসপাতাল, স্থায়ী ডে-কেয়ার সেন্টার স্থাপন ও পতেঙ্গা থেকে বহদ্দারহাট পর্যন্ত নারীদের জন্য স্বতন্ত্র গণপরিবহন চালুর দাবীতে বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিহা মুসা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মমতাজ খান, সাধারণ সম্পাদক আনজুমান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, কাউন্সিলর আফরোজা কালাম, প্রফেসর তাহমিনা বেগম, খুরশিদা বেগম, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নাহার রুবি, ৩৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা শিরীন মুন্নী, সাধারণ সম্পাদক সুইটি দে ঝুমু, ৩৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি নাছিমা আকতার, সাধারণ সম্পাদক রুমানা আকতার রুমা, ৪০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা খানম, সাধারণ সম্পাদক নাছিমা আকতার, ৪১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা আকতার, সাধারণ সম্পাদক স্বপ্না বেগম, ৩৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভীন সুলতানা, আসমানী ঝুমুর প্রমূখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নুরুল আলম, কামরুল হাসান ভুলু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুনুর রশীদ, যুগ্ম-আহবায়ক মোঃ আবু তাহের, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এ.এম.এন.ইসলাম, বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইসকান্দর মিয়া, যুগ্ম-আহবায়ক মোর্শেদ আলী, এস.এম.আবু তাহের, সিরাজুল হক মানিক, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দীন আরো বলেন,  ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে  এ দেশে স্বাধীন হয়েছে। এর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর  এ সংগঠন যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এ সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।  আগামীতে এ দেশ কে পরিচালনা করবে? স্বাধীনতার পক্ষের শক্তি না পাকিস্তানী প্রেতাত্তারা পরিচালনা করবে তা এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। এ প্রসঙ্গে মেয়র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিানাকে পুনরায় নির্বাচিত করার জন্য নগরবসাীর প্রতি আহবান জানান।   তিনি বলেন, এ দেশের  সকল উন্নয়নে বর্তমান সরকার নারী শিক্ষার বিস্তার ও নারী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image