image

আজ, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

ফেরদৌস-মৌসুমীর ‘পোস্ট মাস্টার-৭১’ এর মুক্তি

ডেস্ক    |    ১৬:৫২, ডিসেম্বর ১৪, ২০১৮

image

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘পোস্ট মাস্টার-৭১’। প্রায় তিন বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এরপর ২০১৬ সালে এটি মুক্তি দেয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে সব জটিলতা কাটিয়ে মুক্তি পেল সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন আবির খান ও রাশেদ শামীম।

এ ছবির মাধ্যমে পোস্ট মাস্টার রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফেরদৌস। এতে অভিনয় করেছেন চিত্রনায়কা মৌসুমী।

সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র। বিজয়ের মাসে বিশেষ করে বুদ্ধিজীবী দিবসে এটি মুক্তি পেল। আবেগের জায়গা থেকে দর্শকরা বেশ ভালোভাবেই সিনেমাটি গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। তবে শুধু আবেগই নয়, সিনেমাতে দর্শকদের ভালো লাগার মতো উপাদানও আছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে গিয়ে ‘পোস্ট মাস্টার-৭১’ দেখুন।’

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতি সবারই আলাদা আবেগ কাজ করে। এ ছবিতে অভিনয় করতে গিয়ে বারবার সেই না দেখা অতীতের কথা মনে করে বেশ বিষণ্ণ হয়ে পড়ছিলাম। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকরা দেখে মুগ্ধ হবেন।’

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফেরদৌস।

ফেরদৌস-মৌসুমী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, আল মনসুর, সানজিদ খান প্রিন্স প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৬:৫৫, অক্টোবর ১৯, ২০২০

ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে


Los Angeles

০১:২৩, সেপ্টেম্বর ২, ২০২০

রাউজানের প্রমি ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়ার’ মূল পর্বে


Los Angeles

২৩:৩৬, আগস্ট ১৬, ২০২০

প্রাণ ফিরছে পর্যটন শহর কক্সবাজারে


Los Angeles

১৬:১৬, মে ২৩, ২০২০

অন্য রকম ঈদের গান


Los Angeles

২২:১০, ফেব্রুয়ারী ১৮, ২০১৯

রাত্রির যাত্রী বাংলা সিনেমা দর্শকদেরকে আবারো হলে টানছে


image
image