image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

সৃজনে সুন্দরে চট্টগ্রাম

কবি আইউব সৈয়দ    |    ১৪:১১, আগস্ট ১৯, ২০১৮

image

চট্টগ্রাম। একটি নাম। এ নামের ভেতরে আছে সুন্দর আর সাহসের জাদু। চট্টগ্রাম মানে এক সুপ্রাচীন মহাকাব্যিক ক্যানভাসে রূপ-অপরূপের তুলিতে খচিত - ভূতলের স্বর্গখন্ড। এখানে দ্বীপ আর সমতল জনপদের সবুজ গ্রীবা ছুঁেয়, প্রাণ জাগানিয়া স্পর্শে প্রতিদিন সমুদ্র ও পাহাড় কথা বলে-রচনা করে নিসর্গ ও জীবনের সংলাপ। এখানে প্রকৃতি ও জীবনের ইতিবৃত্ত হাজার বছরের সঞ্চিত আনন্দ-বেদনায়, দ্রোহে-বিদ্রোহে, শান্তিতে-সংকটে, সাহসে-সংগ্রামে সৃষ্টি আর নির্মাণের ছবি আঁকে, সুর তোলে। এখানে হাজার বয়সী বন্দর বঙ্গোপসাগরের ঢেউ ছড়িয়ে দেয় বাংলাদেশের মানুষের শুভেচ্ছা ও মায়াবি ভালোবাসা । এখানে আকাশ মুগ্ধ বিস্ময়ের নক্ষত্র-চোখ মেলে বলে ওঠে ‘ সৃজনে সুন্দরে চট্টগ্রাম’  তাই চট্টগ্রাম শব্দটি উচ্চারিত হলেই হৃদয়ে কল্লোলিত হয়ে উঠে বাংলাদেশের এক অসাধারণ চিত্রময় ভূ-খন্ডের ইতিহাস ও জীবনের রূপকথা। চট্টগ্রামের মানুষ ও প্রকৃতি সকলের জন্য জ্বালিয়ে রেখেছে আশা ও ভালোবাসার চেরাগ। এই চেরাগি আলোই আর্য-অনার্য, আরব-অনারব, মোগল-পাঠান রক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে ভূ-প্রাকৃতিক বৈচিত্র্যের লীলাভূমি চট্টগ্রামে গড়ে উঠেছে এক শংকর জনগোষ্ঠি। তৈরি হয়েছে নানা জীবনবোধের এক সভ্যতা ও সংস্কৃতি যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সত্তায়-চেতনাবোধে পৃথক। ঐতিহাসিক কালের ধারায় চট্টগ্রামের জনজীবনে গৌড়ীয় ও আরবীয় সংস্কৃতির যেমন অনুপ্রবেশ ঘটেছে তেমনি আরাকান-বার্মিজ সংস্কৃতিও প্রভাবিত করেছে বিস্তর। চট্টগ্রামের প্রকৃতি ও জীবন বৈচিত্র্যের টানেই প্রাচীনকাল থেকে হয়ে উঠেছে পীর-আউলিয়া-দরবেশ, সাধু-সন্ত-ঋষি, বৌদ্ধ ভিক্ষু আর পর্যটকদের বিচরণ ভূমি ।

তাই বৃহত্তর চট্টগ্রামে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আর আদিবাসী পাহাড়ি জাতিসত্তার জনগনের ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে, পোষাকে, রন্ধনে-ভোজনে, জীবন ও উৎপাদন ঘনিষ্ট রীতিনীতিতে আর মুখের বুলিতে রচিত হয়েছে বহুমুখী প্রাণের ছন্দ আর বৈচিত্র্যময় সংস্কৃতির সমাবেশ। চট্টগ্রামের মানুষ তার নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্যের ধারাকে অক্ষুন্ন রেখেই বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে করেছে ঋদ্ধ ও পরিপুষ্ট। সাহিত্যে, রাজনীতিতে, সংগীতে, নাটকে, ইতিহাস, লোক কাহিনীতে আর জীবনসম্পৃক্ত শিল্পে পাহাড়-বনানী খচিত এবং নদী ও সাগর বিধৌত চট্টগ্রামের মানুষের ভাবুক মন ও মনন সৃষ্টি করেছে-এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সম্ভার। তাইতো খুব সহজে বলা যায় আমাদের জাতীয় সংস্কৃতিরই এক লাবন্যময় মুখশ্রীর নাম চট্টগ্রাম।

লেখক : কবি, প্রাবন্ধিক ও উপদেষ্টা সম্পাদক, সিটিজি সংবাদ.কম



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৩৬, জুন ৩, ২০২১

ঐতিহ্য আর ইতিহাসের অনন্য স্থাপনা বোয়ালখালীর বুড়া মসজিদ


Los Angeles

২২:০২, জানুয়ারী ১৫, ২০২০

ইতিহাস ঐতিহ্যের ছুরুত বিবির মসজিদ ও আলাওলের বংশধরদের সমাধি


Los Angeles

১৪:১৪, আগস্ট ১৯, ২০১৮

সৃজনে সুন্দরে মমত্বে চট্টগ্রাম


Los Angeles

১৪:১১, আগস্ট ১৯, ২০১৮

সৃজনে সুন্দরে চট্টগ্রাম


Los Angeles

১৩:৫৪, আগস্ট ১৯, ২০১৮

শেফালী ঘোষ : ১৯৪১-২০০৬


Los Angeles

১৩:৫২, আগস্ট ১৯, ২০১৮

শ্যামসুন্দর বৈষ্ণব : ১৯২৭-২০০০


Los Angeles

১৩:৫০, আগস্ট ১৯, ২০১৮

অচিন্ত্যকুমার চক্রবর্তী : ১৯২৬-১৯৯৪


Los Angeles

১৩:৪৬, আগস্ট ১৯, ২০১৮

মলয় ঘোষ দস্তিদার : ১৯২০-১৯৮২


Los Angeles

১৩:৪৩, আগস্ট ১৯, ২০১৮

এম.এন.আখতার : ১৯৩১-২০১২


image
image