image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সশস্ত্র বাহিনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে: ড. কামাল

ডেস্ক    |    ০১:০৬, ডিসেম্বর ২৪, ২০১৮

image

সেনা মোতায়েনকে স্বাগত জানিয়ে আজ রোববার (২৩ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে কামাল হোসেন বলেন, 'সেনা মোতায়েনের ফলে নির্বাচনী পরিবেশে অনুকূল অবস্থা সৃষ্টি হবে। যেটি এর আগে ছিল না।'

ড. কামাল হোসেন আশা প্রকাশ করেছেন, সশস্ত্র বাহিনী অবশ্যই সকল দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। সেই সঙ্গে তারা ইতিবাচক ভূমিকা রাখবে।

বিবৃতিতে কামাল হোসেন বলেন, 'আমরা আশা করি, সশস্ত্র বাহিনী দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে না। কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবে না। সশস্ত্র বাহিনী দেশ ও দেশের মানুষের পক্ষে থাকবে। কোনো ব্যক্তির হস্তক্ষেপে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না।'

উল্লেখ্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) থেকে দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী থাকবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


image
image