image

আজ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সীতাকুন্ডে চুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক নিহত

আবদুল্লাহ আল কাইয়ূম চৌধূরী, সীতাকুন্ড সংবাদদাতা    |    ২১:৫৮, জানুয়ারী ৮, ২০১৯

image

সীতাকুন্ডে দুর্বৃত্তদের চুকিরাঘাতে মো.ইমরান হোসেন রিয়াদ (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার বাড়বকুন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান ফেনী জেলার লেমুয়া এলাকার রেলওয়ে সাবেক কর্মচারী সরোয়ার হোসেন এর পুত্র এবং সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৬/৭জন মুখোশধারী দুবৃর্ত্ত কলোনিতে ঢুকে শিক্ষক ইমরানের ঘরের বাইরের লাইট ভেঙ্গে দেয়। এসময় ভাঙ্গচুরের শব্দে ঘরের বাইরে ইমরান ও তার পিতা বেরিয়ে আসলে দুবৃর্ত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে দুবৃর্ত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ইমরানের পেটে উপর্যপুরি চুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর কলোনির লোকজন আহত ইমরানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা,সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলওয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, নিহত শিক্ষকের লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ধারনায় এটি হত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image