image

আজ, বুধবার, ২৬ জুন ২০১৯ ইং

চন্দনাইশে ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা    |    ২৩:৪৪, জানুয়ারী ৮, ২০১৯

image

চন্দনাইশ উপজেলায় ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারী) বিকালে উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার ক্রিকেট ইভেন্ট'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ও গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।

খেলা শেষে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আ.ন.ম বদরুদ্দোজা'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, ব্যাডমিন্টন ইভেন্টের আহবায়ক প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, ক্রিকেট ইভেন্টের আহবায়ক প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, টিকলু দাশ, নুরুল কবির, কুন্তল বড়ুয়া প্রমূখ।

খেলা পরিচালনা করেন শিক্ষক ফরিদুল আলম, রাসেল মিয়া, এনামুল হক ও শ্যামল ভট্টাচার্য। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেয়া হয়। এছাড়া ব্যাডমিন্টন ও দড়ি লাফ ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রতিযোগীতার ব্যাডমিন্টন ইভেন্টের একক বালক চ্যাম্পিয়ন কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, রানার্সআপ গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়। দ্বৈত বালক চ্যাম্পিয়ন কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, রানার্সআপ জোয়ারা ফাজিল মাদ্রাসা। একক বালিকা চ্যাম্পিয়ন বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়। দ্বৈত বালিকা চ্যাম্পিয়ন বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়। দড়ি লাফ ইভেন্টে ফাতেমা জিন্নাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের শারমিন আক্তার ১ম, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শাকিলা আক্তার ২য়, ফাতেমা জিন্নাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল নূর রিমা ৩য় স্থান অধিকার করেছে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫২, এপ্রিল ৩, ২০১৯

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবি-বিজিপি সম্প্রীতির ভলিবল প্রতিযোগিতা


Los Angeles

০০:৩৩, মার্চ ৩০, ২০১৯

বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


Los Angeles

১৮:০০, মার্চ ১৮, ২০১৯

চুয়েটে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন


Los Angeles

২৩:৪৭, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

কক্সবাজার বিজিবি রিজিয়নে আন্তঃ ব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


image
image