image

আজ, বুধবার, ২৬ জুন ২০১৯ ইং

টেকনাফ শাহজাহান স্কুলের ক্রিকেট টিমের ঢাকা সফর

মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা    |    ২০:২১, জানুয়ারী ১১, ২০১৯

image

টেকনাফ শাহজান চেয়ারম্যান ক্রিকেট স্কুলের ঢাকা সফর। ১১ জানুয়ারী জুমাবার বিকাল ৫টায় প্রথম বারের মত  শাহাজান চেয়ারম্যান ক্রিকেট স্কুলের ১৫ সদস্যর একটি টীম একাডেমী কোচ শরিফুল ইসলাম এর নেতৃতে ঢাকার উদ্দেশ্যে  টেকনাফ ত্যাগ করছেন।
জানা যায় আগামী রবিবার ( ১৩ জানুয়ারী ) হতে ঢাকার বিভিন্ন নামীদামী ক্রিকেট একাডেমীর সাথে টি টুয়েন্টি ও ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সব ম্যাচে অংশ গ্রহন করতে সীমান্ত শহর টেকনাফ থেকে  শাহজান চেয়ারম্যান ক্রিকেট স্কুলের টিমকে আমন্ত্রন জানানো হয়। 
ইতিপূর্বে  জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট ম্যাচে অংশ গ্রহন করে তারা সুনাম বয়ে এনেছিল। এ সুনাম অব্যাহত রাখতে তারা ভবিষ্যতেও বদ্ধ পরিকর। 
একাডেমীর কোচ শরিফুল ইসলাম জানান, শাহজান মিয়া চেয়ারম্যানের দক্ষ পরিচালনায় টেকনাফ শাহজান চেয়ারম্যান ক্রিকেট স্কুলের  সাফল্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উঠতি যুবসমাজকে এগিয়ে নিয়ে টেকনাফসহ সারাদেশে মাদকের যে বদনাম রয়েছে তা থেকে উত্তরনের জন্য খেলাধুলার বিকল্প নেই।
এই একাডেমির সকল ক্রিকেটার,ও কোচ স্টাপদের জন্য সর্বস্থরের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেছেন তিনি। 
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, শাহজান মিয়া চেয়ারম্যান  জানান, মাদকের বদনাম মোচানোর জন্য,এই প্রথম প্রতিষ্ঠিত টেকনাফ শাহজান চেয়ারম্যান ক্রিকেট স্কুল ।তিনি আশা প্রকাশ করে বলেন টেকনাফের উঠতি যুবসমাজকে মাদকসহ সর্বপ্রকার অপরাধ থেকে বাচাতে এই ক্রিকেট স্কুল সর্বোচ্ছ ভূমিকা রাখবে।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫২, এপ্রিল ৩, ২০১৯

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবি-বিজিপি সম্প্রীতির ভলিবল প্রতিযোগিতা


Los Angeles

০০:৩৩, মার্চ ৩০, ২০১৯

বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


Los Angeles

১৮:০০, মার্চ ১৮, ২০১৯

চুয়েটে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন


Los Angeles

২৩:৪৭, ফেব্রুয়ারী ২৮, ২০১৯

কক্সবাজার বিজিবি রিজিয়নে আন্তঃ ব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


image
image