image

আজ, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বিদ্যালয়ের সন্মুখ সড়কে জমে থাকে পানি : ক্ষুদে শিক্ষার্থীরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক    |    ১৩:৪৮, জানুয়ারী ২৮, ২০১৯

image

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আলহাজ্ব আবদুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ মুখে মূল সড়কে  বেশ কিছুদিন মাস ধরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়টি চট্টগ্রাম ডিটি রোডে বারিক বিল্ডিং হতে কদমতলী যাওয়ার পথে উত্তর দিকে পশ্চিম মাদারবাড়ী পানির টাংকি মোড়ের একটু পশ্চিমে অবস্থিত।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের সম্মুখে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বাহাদুরের বাড়ী ঘেঁষেই বিদ্যালয়ে প্রবেশের মূল অংশেই এ পানি জমে আছে। ফলে কোমলতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে। একেতো জমে থাকা পানি, সাথে ভাঙ্গা সড়ক। এ সড়কে চলমান ট্রাক-কাভার্ডভ্যানকে পাশ কাটিয়ে শিশুরা বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে এ পানি ডিঙিয়ে যেতে হচ্ছে। মাঝে মধ্যে দ্রুতগতির গাড়ী এ পানি ছিটিয়ে দিয়ে শিশুদের পোশাক ভিজিয়ে দিয়ে যায়।শিশুরা বিপদে পড়ার পাশাপাশি আতঙ্কিতও হয়ে পড়ছে প্রায় সময়। এতে করে শিশু মনে ভয়ের সৃষ্টি হয় যা তাদের বিদ্যালয় বিমুখ করলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ২মাস ধরেই এখানে প্রতিদিন পানি জমে থাকে। ওয়াসার পাইপলাইন ছিদ্র হয়ে এ পানি বের হচ্ছে বলে তাদের ধারণা। সড়ক ভাঙ্গা থাকায় বের হওয়া পানি সড়কেই জমে থাকছে। ফলে স্থানীয় এলাকাবাসী ও ক্ষুদে শিক্ষার্থীদের চলাচল বিঘ্নিত হচ্ছে।জমে থাকা পানির নিচে গর্ত দেখা না যাওয়ায় চালকরা খেয়াল করতে পারেনা, তাই যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনাও ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিমত।

আতঙ্কিত শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় যেমন বিঘ্ন ঘটছে, তেমনি স্থানীয় জনসাধারণের চলাচল ব্যাহত করছে এ অনাকাংখিত জমে থাকা পানি ও ভেঙ্গে যাওয়া সড়ক। কোন কর্তৃপক্ষেরই নজর নেই বলে এলাকাবাসীর দাবী। নইলে যেখানে নগরবাসী এমনিতে পানি সংকটে আছে, সেখানে দিনের পর দিন পাইপলাইন ছিদ্র হয়ে যে পানির অপচয় হচ্ছে তা রোধে কোন ব্যবস্থাই কেন পরিলক্ষিত হবেনা এমনটাই দাবী এলাকাবাসীর।

শিশুদের বিদ্যালয়ে আসা যাওয়া ব্যাহত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে আবদুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির বলেন, আমি খুব দুশ্চিন্তায় আছি, কখন কি দূর্ঘটনা ঘটে যায়। শিশুরা বিদ্যালয়ে আসতে খুব সমস্যা হচ্ছে।অনেক সময় গাড়ীর ছিটিয়ে যাওয়া পানিতে শিশুদের জামাও ভিজে যাচ্ছে।

তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে ওখানে সৃষ্টি হওয়া গর্তটি আরো বড় হবে। তখন সেটা প্রবল আকার ধারণ করবে।এখনই জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তিনি দাবী করেন।পানি অপচয়ের বিষয়টিও তিনি উল্লেখ করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image