image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বেতন বৈষম্য দূরীকরণ ও সরকার ঘোষিত বেতনের দাবীতে আনোয়ারা কোরিয়ান ইপিজেডে আবারো শ্রমিক অসন্তোষ

জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা    |    ২৩:২৬, ফেব্রুয়ারী ৬, ২০১৯

image

আনোয়ারা কোরিয়ান ইপিজেডে আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার বেতন বৈষম্য দূরীকরণ ও সরকার ঘোষিত বেতনের দাবীতে শ্রমিকরা কর্ম বিরতী পালন করে।

শ্রমিকরা দফায় দফায় কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করে। তাদের মিছিলে পুরো কারখানা উত্তাপ্ত হয়ে উঠে। কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। জানা যায়, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে কেইপিজেডে অবস্থিত কেএসআইতে সরকার ঘোষিত বেতনের দাবীতে শ্রমিকরা আন্দোলনের ডাক দেয়।

বুধবার বিকেল ২টা থেকে জুতার কারখানা ও গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতী পালন করে।

এ সময় তারা বিক্ষোভ মিছিল করে।

শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ বিকেল ৪টা নাগাদ কারখানা ছুটি ঘোষনা করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতী পালন করে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষ এখনো সরকার ঘোষিত বেতন ঘোষনা করেনি। পূর্বের বেতন দিয়ে শ্রমিকরা চাকরী করছে। কর্তৃপক্ষ গত মাসে আশ্বাস দিলেও গত মঙ্গলবার মাসিক পে-স্লিপে মূল বেতনের সাথে সরকারি ঘোষিত বেতন অন্তর্ভূক্ত না করায় শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। শ্রমিকরা মূল বেতনের সাথে সরকার ঘোষিত বেতন অন্তর্ভূক্ত করার দাবী জানান।

কেইপিজেডের জাতীয় শ্রমিকলীগের সভাপতি কামাল উদ্দিন জানায়, জুতার কারখানা ও গার্মেন্টেসে কর্মরত শ্রমিকদেরকে সরকার ঘোষিত বেতন দেয়া হচ্ছে না। শ্রমিকরা বেতনের দাবী করলেও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ফলে গতকাল বুধবার শ্রমিকরা বাধ্য হয়ে দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতী পালন করে।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন শ্রমিকদের ন্যয্য দাবী মেনে নেয়ার আহবান জানান।

এদিকে কারখানার কর্তকর্তাকে মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। উলে­খ্য যে, সকালে কেএসআইতে ১৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। সকালে কেইপিজেডের চেয়ারম্যান কারখানা ঘুরে দেখেন। দুপুরে তিনি চলে যাবার পরেই বিকেল ২টা থেকে শ্রমিকরা কর্মবিরতী ও আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৭:৪৪, অক্টোবর ১৬, ২০২১

চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ক্যাব’র আলোচনা সভা


Los Angeles

১১:৪৫, সেপ্টেম্বর ৯, ২০২১

ফলের বাগানেই ঘুরে দাড়ালেন মিরসরাইয়ের আকবর


Los Angeles

১৩:১১, জুন ২৩, ২০২১

ইরান নয়, আমিরাত থেকেই বিটুমিন আনছে বে-টার্মিনাল


Los Angeles

২২:৫৩, এপ্রিল ৮, ২০২১

রাউজানের পশ্চিম গুজরায় ওয়ান ব্যাংকের শাখা উদ্বোধন


Los Angeles

০০:২০, মার্চ ১০, ২০২১

বাম্পার ফলন-দেদারসে বিকিকিনিতে মুখরিত দোহাজারীর কলা’র আড়ত


Los Angeles

২১:২৫, ফেব্রুয়ারী ২৪, ২০২১

দোহাজারীতে টমেটোর বাম্পার ফলনেও বিপাকে চাষীরা : দামও কম, হিমাগারও নেই


Los Angeles

১৬:৩৮, ডিসেম্বর ১০, ২০২০

তৃপ্তি আর সফলতায় মাছ চাষে মগ্ন রাঙ্গুনিয়ার রাশেদ


image
image