image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কর্ণফুলীর ৪২ বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল : কারাগারে প্রেরণ

কর্ণফুলী সংবাদদাতা    |    ২২:২০, ফেব্রুয়ারী ১৮, ২০১৯

image

চট্টগ্রাম কর্ণফুলী'র ৪২ জন বিএনপি নেতকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। 

আসামি পক্ষের আইনজীবি আব্দুস সাত্তার ও মোহাম্মদ ফোরকান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন লাভের পর জামিনের মেয়াদ শেষে আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ নুরুল কবির মৃধা'র আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরে কর্ণফুলী থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের করেন। এর মধ্যে ১০টি মামলা তাদেরকে আসামী করা হয়। 

প্রথম দফায় গত বছরের ১৫ নভেম্বর ৫২জন নেতা কর্মীরা হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন লাভ করে। পরে তাদের নিম্ম আদালতে হাজির হতে নির্দেশ দেন।

জামিনের মেয়াদ শেষে আজ (১৮ ফ্রেব্রুয়ারি) সোমবার ৫২ নেতাকর্মীদের কয়েকজন ব্যতীত বাকিরা জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে আদালত জেল হাজতে প্রেরণ করেন।

জেলে প্রেরিত আসামিরা হলেন- মো. আলী আব্বাস,  গিয়াস উদ্দিন ফারুকী, মোঃ নুরুল আফছার, মোঃ ইদ্রিস, মোঃ শাহাজান প্রকাশ মুন্না, ইসমাইল হোসেন খোকন, মোঃ নাছির, মোঃ আলমগীর, মোঃ খোকন, মোঃ হাসান, নুরুল আক্তার, সালা উদ্দিন, আব্দুল গফুর মেম্বার, হারুনুর রশিদ কাঁকন প্রকাশ লাল গোলাপ, এটিএম হানিফ, দস্তগীর, ইকবাল বাহার, সালেহ জহুর, এজাবত উল্লাহ, মোঃ জসিম উদ্দিন জুয়েল, মোঃ হাসেম, রমজান আলী রুমো, মোঃ ইলিয়াছ মেম্বার, আবু তাহের আংকুর মেম্বার প্রকাশ তৈয়বুল আলম, পেয়ার আহমেদ, আবু তাহের, আব্দুর রহিম, আবু সৈয়দ, মোঃ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন লিটন, জাগির হোসেন, মোঃ ফারুক, মোঃ হারুন, তৈয়বুল আলম বাবুল, আব্দুর নুর প্রকাশ কালু মেম্বার, মোঃ ওসমান, মোঃ সেলিম, মোঃ সোলায়মান, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ শফি, মোঃ নুরুচ্ছাফা, মির্জা ইসমাইল, মির্জা বাহার, খায়রুল ইসলাম, শেখ আহমেদ, আব্দুর রাজ্জাক, সাঈদ হোসেন, আবুল কালাম, মোঃ সালা উদ্দীন, নঈম, তৈয়ব আলী, মোঃ সিরাজ, জসিম উদ্দিন, নুরন্নবী, দেলোয়ার হোসেন, রহমত উল্লাহ, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আতা উল্লাহ, মোঃ মুন্না, মোঃ হোসেন, মোঃ ফোরকান সহ প্রমূখ।

কর্ণফুলী উপজেলার সিনিয়র এক বিএনপি নেতা জানান,  উচ্চ আদালত থে‌কে জা‌মিন পাওয়ার পরও নিন্ম আদালত জা‌মিন বা‌তিল করার ঘটনা ন‌জির‌ বিহীন।

অ‌বিল‌ম্বে মিথ্যা মামলায় গ্রেফতার দেখা‌নো বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী‌দের নিঃশর্ত মু‌ক্তি দা‌বি করেন তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image