image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রাম পাইওনিয়র ফুটবল লীগ চ্যাম্পিয়ন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রকে সংবর্ধনা

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা    |    ২২:১৭, আগস্ট ২৬, ২০১৮

image

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন 'দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র' সদ্য সমাপ্ত 'ইস্পাহানী চট্টগ্রাম মহানগরী পাইওনিয়র ফুটবল লীগ ২০১৭-১৮ইং' এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলটির খেলোয়াড়, কোচ ও টিম সংশ্লিষ্টদের সংবর্ধনা দিয়েছে দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র ক্লাব কর্তৃপক্ষ।

এ উপলক্ষে শনিবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় দোহাজারী পৌর সদরে ক্লাব কার্যালয় সংলগ্ন এলাকায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি ও দোহাজারী পৌরসভা আ.লীগ সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আবাহনী'র পরিচালক মোঃ মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহাঙ্গীর। সাবেক ছাত্রনেতা হেলাল মাহমুদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবটির সাধারণ সম্পাদক ও দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য শাহ্ আলম মেম্বার। আলোচনায় অংশ নেন ক্লাবটির সাবেক সভাপতি রফিক আহমদ, বেসিক ব্যাংক'র ডি.জি.এম মোহাম্মদ আলী জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ আরব আমিরাত শাখা সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য মীর মোহাম্মদ হান্নান, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক এম.বাবর আলী ইনু, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান শাকু, যুব নেতা কামরুল হাসান মিন্টু, ছাত্রনেতা আব্দুল মজিদ মিঠু, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এনামুল হক হিরু, খেলোয়াড় সাজ্জাদ হোসেন ও আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাংবাদিক এড. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, দোহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির উদ্দীন বাবলু, সাতকানিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক জাহেদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আকতার হোসেন পেয়ারু, আইয়ুব আলী, আনিসুর রহমান, নাসির উদ্দীন ভুট্টো, আকবর খান সোহেল, খায়ের আহম্মদ, মোঃ বাহাদুর, আবুল কালাম, দেলোয়ার, হারুন, মুসা, মুশফিকার উদ্দিন শিমুল, মিন্টু, ইমন, রিয়াদ, রিজভী, রিমন। অনুষ্ঠানে ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম দেলোয়ার হোসেন দিলু ও ওসমান গনিকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার এবং জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ক্লাবটির সদস্যদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং আবাহনী লিঃ প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image