image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সীতাকুন্ডে রেলের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সীতাকুন্ড সংবাদদাতা    |    ২৩:২৮, মার্চ ১০, ২০১৯

image

সীতাকুন্ডে রেলের জমি অবৈধভাবে দখল করে কেএসআরএম’র সীমানা প্রাচীন নির্মাণ

সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডে অবৈধভাবে রেলের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে বেসরকারী প্রতিষ্ঠান কেএসআরএম’র বিরুদ্ধে। ইতিমধ্যে রেলের জমিতে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সৈয়দ ফারুক আহম্মেদ। পরিদর্শকালে তার সাথে ছিলেন রেলওয়ে কানুনগো,সার্ভেযার ও জিআরপি পুলিশ।

জানা যায়, সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় গড়ে উঠা বেসরকারী রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএম কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই রেলের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালায়। প্রতিষ্ঠানটি রেল লাইনের পাশ ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি দেয়াল দিয়ে দখল করে নিয়েছে সরকারী খাল। ইতিমধ্যে রেলের জমি দখলের অভিযোগ পেয়ে গত শুক্রবার রেলের পূর্বাঞ্চলের জিএম সৈয়দ ফারুক আহম্মেদ রেলওয়ে (ভূমি) কানুনগো ও সার্ভেয়ার সালামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি রেলের প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে করণীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রাম রেলওয়ে সার্ভেয়ার মো.সালাম জানান,অভিযোগের প্রেক্ষিতে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম এর নের্তৃত্বে ঘটনাস্থল পরিদর্শণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। যদি কারখানার সীমানা প্রাচীর রেলওয়ে’র জমিতে পড়ে তাহলে তা আইনি প্রক্রিয়ায় দ্রুত অপসারণ করা হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে প্রতিষ্ঠানটি রাজা আম্বিয়া ঢালাই সড়ক নামে তিন এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মানের মাধ্যমে জোরপূর্বক বন্ধ করে দেয়। এতে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধের ফলে চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েন এলাকাবাসী। পাশাপাশি রাস্তা বন্ধে বেকার হয়ে পড়েন জীবিকার অন্বেষনে পাহাড়ে চাষাবাদ করা স্থানীয় ৫ শতাধিক কৃষক। এছাড়া প্রতিষ্ঠানি পরিবেশ অমান্য করে নির্বিচারে পাহাড় কেটে সাবাড় করছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image