image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো অগ্নিকান্ডের ঝুঁকিতে 

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ২৩:৪২, মার্চ ১৪, ২০১৯

image

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩০টি রোহিঙ্গা ক্যাম্প গুলো আগুন ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অতিঝুঁকিপূর্ণ এসব ক্যাম্পে পানির প্রাকৃতিক উৎস একেবারেই নেই বললেই চলে। ১১ লাখ রোহিঙ্গাদের জন্যে আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতির সংযোজনও নগন্য। ক্যম্পগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই। এ কারণে যেকোনো সময় আগুনে ধরে ব্যাপক প্রাণহানি হওয়ার আশংখা রয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, কক্সবাজারের উখিয়ায় পৃথিবীর দীর্ঘতম রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আল্লাহ না করুক যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে ভয়াবহ প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাছাড়া সেখানে কোনো প্রকার জলাশয় বা পানির ব্যবস্থা নেই। আমাদের একটি মাত্র গাড়ি আছে ঐ গাড়ির পানি দিয়ে কিছুই হবে না। আমরা বলে আসছি মানুষের মূল্যবান জীবন ও সম্পদ রক্ষায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা উচিত।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার থুই সাখুই মারমা বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর রাস্তা অনেক সরু। কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, ময়নাঘোনা, হাকিমপাড়া, থাইংখালী, তাজিনারমারখোলা রোহিঙ্গা ক্যাম্পসহ প্রতিটি ক্যাম্পই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি দূরে থাক, নেভানোর জন্য মানুষ চলাচল করাও দুষ্কর। আর্মি রোড ছাড়া রোহিঙ্গাদের আবাস স্থলে পর্যাপ্ত রাস্তা নেই গাড়ি চলাচলের জন্যে। ক্যাম্পে একটি গ্র“পে ৫০ জন করে রোহিঙ্গা নিয়ে ৬০ টি গ্র“পকে এরই মধ্যে অগ্নিনির্বাপক প্রশিক্ষণ দেয়া হয়েছে। যেখানে আগুন লাগবে তার পাশের ঘর ভেঙ্গে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একটি বাহিনী প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে টহলরত থাকেন।

বালুখালী-ময়নাঘোনা ১১ নং ক্যাম্পের জিয়াবুর রহমান বলেন, লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের জানমাল একমাত্র আল­াহর হাতে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মরব তা নয়, যে আল­াহ আগুনে মারতে পারেন সে আল­াহ আগুন থেকে রক্ষাও করতে পারেন। তবে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

উখিয়ার দূর্যোগ প্রস্তুতি কর্মসূচী রাজাপালং ইউনিয়নের ডিপুটি টিম লিডার এইচকে রফিক উদ্দিন বলেন, এতগুলো রোহিঙ্গা ক্যাম্পে গাড়ি চলাচলের সুব্যবস্থা এবং প্রতিনিয়ত যানজট লেগে থাকায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড ঘটিলে নির্বাপক করার সুযোগ নেই।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image