image

আজ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮ ইং

গাজীপুর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর সংবাদদাতা    |    ১৮:০৩, আগস্ট ১৫, ২০১৮

image

গাজীপুরে শোক দিবসের আলোচনা সভা

গাজীপুর সংবাদদাতা : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৪ আগস্ট মঙ্গলবার সকালে নগর ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম রাহাতুল ইসলাম । 

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম, ২নং অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মিসেস মাহবুবা বিলকিস, ৪ ও ৫নং অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আবু সাঈদ মোল্লা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ শাহাদত হোসেন খন্দকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, ৫নং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কে.এম হারুনুর রসিদ প্রমুখ। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন মসজিদের সহকারী খতিব মাওলানা মোঃ মাহমুদুল হাসান। 

এর আগে নগর ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ করা হয়েছে। image
image
image
image