image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নরসিংদী মনোহরদীতে নির্বাচন রোববার : জনপ্রিয়তায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক

জেলা সংবাদদাতা    |    ০০:১৩, মার্চ ২৪, ২০১৯

image

রোববার  পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে নির্বাচনে লড়াইয়ে সর্বশেষ জনমত জরিপে স্বতন্ত্র প্রার্থী  মোঃ নাজমুল হক এগিয়ে রয়েছেন।

বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক দীর্ঘসময় যাবৎ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বাংলাদেশ ছাএ লীগের এই সাবেক নেতা ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এ মাননীয় প্রধানমন্ত্রী র নির্দেশে লেঃ জেনারেল নূরউদ্দিন এর নেতৃত্বে ৫৮ জন সামরিক অবঃ কর্মকর্তাকে আওয়ামী লীগে যোগদানের সম্বনয়ক এর দায়িত্ব পালন করেন।  এই নাজমুল হক ছাত্র লীগের রাজনীতির পর বঙ্গবন্ধু যুব পরিষদ এর প্রতিষ্ঠা লগ্নে ডঃ হোসেন মুনসুর সভাপতি এম এ রেজা সাধারণ সম্পাদক ও নাজমুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ জাতীয় সংসদ নির্বাচন এ মনোহরদী - বেলাবো এলাকায় নির্বাচনী প্রধান সম্বনয় কারীর দয়িত্দায়িত্ব পালন করেন। নির্বাচনীএলাকায় যাওযার পথে জেনারেল নূরউদ্দিন  এর সাথে একই গাড়ীতে দূর্ঘটনায় পতিত হন।২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন এ এলাকায় ব্যপক ভূমিকা পালন করেন। বিএনপি জামাত এর শাসনামলে এলাকার  নির্যাতিত নেতা কর্মীদের সহযোগিতা করেন।

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে  উত্তর এলাকার একক প্রার্থী হিসাবে ১২ টি ইউনিয়নে ও ১ টি পৌরসভায় মধ্যে কৃষ্ণ পুর, বড়চাপা,চালকচর,লেবুতলা, খিদিরপুর, চরমন্দলিয়া,এলাকায় নাজমুল হক এর শক্ত অবস্থান রয়েছে।

শিক্ষিত সৎ সমাজ সেবক হিসাবে সকল দলের নেতা কর্মীদেরকাছে খুবই গ্রহন যোগ্য প্রার্থী হিসাবে সুপরিচিত। 

মোট চার জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতিকে লড়ছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, টেলিফোন প্রতিকে সাবেক থানা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আর আনারস প্রতিকে নাজমুল হক লড়াই করছেন।

এই উপজেলায় মোট ভোট সংখ্যা   দুই লাখ তিন হাজার।

২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নাজমুল হক ২৭০০০ হাজার ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন।এই এলাকায় মোট কেন্দ্র সংখ্যা ৯৬ টি। নির্বাচনে ত্রি- মুখী লড়াই এ উত্তর এলাকার একক প্রার্থী হিসাবে আনারস  বিপুল ভোট জয়লাভ করবেন বলে এলাকার সাধারন জনগন জানিয়েছেন। যদি নৌকা প্রতিকের প্রার্থী ভোট কেন্দ্র দখল করতে না পারে এবং রাতের ভোট না হয় ; তবেই আনারস মার্কা বিজয় অবসম্ভাবী বলে এলাকা বাসির অভিমত।মনোহরদী উপজেলাবাসীকে অপেক্ষা করতে হবে রোববার সন্ধ্যা পর্যন্ত শেষ হাসি আর বিজয়ের মালা কারভাগ্য জোটবে নতুন চেয়ারম্যান কাউকে বেছে নিয়ে  বীরুকে হিরু থেকে জিরো বানাবেন না  আবারো আগের ধারাই অব্যাহত রাখবেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৫:৫৮, মে ২৯, ২০২১

ঈদগাঁওতে ধর্ষণ মামলা আসামী গ্রেফতার


Los Angeles

১৪:৩৭, মে ২৬, ২০২১

সীতাকুণ্ড পাহাড় নিধন: জরিমানা গুনল কেএসআরএম


image
image