image

আজ, বুধবার, ২৬ জুন ২০১৯ ইং

বন্ধন লিও ক্লাবের নতুন কমিটি

প্রতিবেদক    |    ১৫:০৮, এপ্রিল ১০, ২০১৯

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব চিটাগাং বন্ধনের ২০১৯-২০ সেবা বর্ষের কমিটি গঠিত হয়েছে। 

১০ এপ্রিল বুধবার ক্লাবের বোর্ড অব ডিরেক্টরদের মতামত এবং ডেলিগেট সেশনে ডেলিগেটদের গোপন ভোটে আগামী সেবা বর্ষের নেতৃত্ব  নির্বাচন করা হয়। 

নির্বাচিতরা হলেন সভাপতি লিও মাহমুদুল হাসান শাকিল, সেক্রেটারী লিও আবদুল্লাহ আল মারুফ, ট্রেজারার লিও নাঈম উদ্দিন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি লিও সাফায়েত আবির মারুফ, লিও সুজন দে, লিও রাসেল সুমন, লিও নুরুদ্দিন কাদের রিয়াদ, জয়েন্ট সেক্রেটারী লিও ইমাম হোসেন, লিও ইমরান ইমু, লিও মাহফুজ, জয়েন্ট ট্রেজারার লিও ওমর ফারুক রনি, লিও এনামুল হক জুয়েল, সিস্টার কো-অর্ডিনেটর লিও সাবিহা নাজনীন, লিও শেখ নাজমুন আরা, টেইল টুইস্টার লিও আরমান, টেমার লিও মনোয়ার হোসেন।

ক্লাব সভাপতি লিও হাসান তারেক চৌধূরীর সভাপতিত্বে সেক্রেটারী লিও আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্লাবের এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সভাপতি মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সেক্রেটারী আবু তাহের, ট্রেজারার আবুল খায়ের, প্রাক্তন সভাপতি জসিম উদ্দিন পলাশ, রিয়াদ মোর্শেদ আলম, সুলতান আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিও আবু মোঃ ফয়সাল রানা, লিও সাজ্জাদ আলী, লিও আবু বক্কর সিদ্দিক লিটন, লিও মনির হোসেন বাপ্পি প্রমূখ।

সভায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং আগামী দিনে ক্লাবের সাফল্য ও গতিধারা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:৩৯, জুন ১৯, ২০১৯

চট্টগ্রামে কর আইনজীবি সমিতির মানববন্ধন


image
image