image

আজ, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৭:৩৪, আগস্ট ২৯, ২০১৮

image

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) ২০১৮ আয়োজনের লক্ষ্যে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার প্রস্তুতিমূলক সভা ২৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম.এন. ইসলাম, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মুরাদ, নির্বাহী সদস্য মো: শহীদ, সাইফুদ্দিন, সালাউদ্দিন, এম.এ রহিম, মুছা আদর্শ, মো: ফরিদ, এয়ার মোহাম্মদ জনি, ক্রীড়া সংগঠক মো: হারুন পাটোয়ারী, মীর্জা মাহবুব, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া চৌধুরী, মীর্জা আরিফুর রহমান, সহকারী শিক্ষা রূপাঞ্জলী কর, মোরশেদুর রহমান নয়ন, আজগর পাপন, মো. ফরহাদ হোসেন, মো. হাবিব উল্লাহ, শহীদুল ইসলাম সাগর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আগামী ৮ সেপ্টেম্বর টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ৫টি ইউনিয়ন এই টুর্ণামেন্টে নক আউট পর্বে অংশগ্রহণ করবে। সরকারী বরাদ্দ ১ লক্ষ ১৫ হাজার এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর করে ২ লক্ষ ৮৫ হাজার টাকা সহ মোট ৪ লক্ষ টাকা বাজেট করা হয়।

সভায় টুর্ণামেন্ট পরিচালনার জন্য গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: সেলিম হককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট টুর্ণামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image