image

আজ, শুক্রবার, ২৪ মে ২০১৯ ইং

চবি সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

মাহবুব এ রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা    |    ২৩:৫২, মে ১৩, ২০১৯

image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেনবাগ শিক্ষার্থীদের সংগঠন সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । 

সোমবার (১৩ মে) চট্টগ্রাম নগরীর জিইসি'র হোটেল জামানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাকিল আব্দুল্লাহ সভাপতিত্বে এবং হাসান আল মাসুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।

অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য  সম্পর্কে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন ভূইয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক তৌহিদ-উজ-জামান খান, সরকারি কমার্স কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আবুল হাসনাত ও রিপন চৌধুরী। 

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আরবি সী ল্যান্ডের প্রোপ্রাইটর মুহাম্মদ আবুল কালাম আজাদ। 

উক্ত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান সদস্যরা অংশগ্রহণ করেন।image
image

রিলেটেড নিউজ

image
image