image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাঙ্গুনিয়ায় শংকার মাঝেও বুদ্ধ পূর্ণিমা পালিত: ৮৫ বিহারে পুলিশের নিরাপত্তাবলয়

জাহেদুর রহমান সোহাগ, রাঙ্গুনিয়া সংবাদদাতা    |    ০০:২০, মে ১৯, ২০১৯

image

রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্নিমা উপলক্ষে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শোভাযাত্রায় হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেয়

বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পুর্নিমা উপলক্ষে রাঙ্গুনিয়ায় শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে শোভাযাত্রাটি হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহনে উপজেলার সৈয়দবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমলজ্যেতি মহাস্থবির’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় নেতা দ্বীপানন্দ থের, সত্যানন্দ থের, উদযাপন পরিষদের সহসভাপতি মনিলাল তালুকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট জয় বড়ূয়া, মুক্তিযোদ্ধা সুশান্ত বড়ূয়া, সজল বড়ূয়া, নীহার কান্তি বড়ূয়া, সুব্রত বড়ূয়া, পলাশী মুৎসুদ্দী, নিখিল প্রসাদ বড়ূয়া, সুগত তালুকদার, দিজু বড়ূয়া, সাধন বড়ূয়া, অরুন বড়ূয়া, অনুবিকাশ বড়ূয়া, প্রসেনজিত বড়ূয়া লাবু , সমীরন বড়ূয়া, মিঠু বড়ূয়া, সত্যপ্রিয় বড়ূয়া, মলিন কুমার বড়ূয়া, বাবুল বড়ূয়া, সঞ্জয় বড়ূয়া, হিরু এল বড়ূয়া প্রমুখ। 

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলার ৮৫ বৌদ্ধ বিহারে পুলিশের নিরাপত্তাবলয় ছিল। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ প্রতিটি বিহারে পুলিশ সজাগ ছিল। টহলের পাশাপাশি বিশেষ বিহারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ” 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image