image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আ.লীগকে গনতন্ত্র শেখানোর প্রয়োজন নেই, আ.লীগ এ দেশে গনতন্ত্রের জন্মদাতা : চন্দনাইশে ভূমিমন্ত্রী

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা    |    ০১:১০, মে ১৯, ২০১৯

image

ভূমি মন্ত্রি আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি বলেছেন, "আ.লীগকে গনতন্ত্র শেখানোর প্রয়োজন নেই, আ.লীগ এদেশে গনতন্ত্রের জন্মদাতা। আ.লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য ৭৫ পরবর্তী সময়ে বহু ষড়যন্ত্র করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে গনতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করা হয়েছিল। দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে গনতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর সংগ্রাম করেছিলেন গনতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। আজকে এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) বিকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম.পি'র কাঞ্চননগর বাদামতলস্থ বাসভবনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) এলাকার জনসাধারণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এসময় কারো নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, "তারা মিথ্যাবাদী। তারা ক্ষমতায় আসতে না পারার কারনে আবোল তাবোল বলছে। তারা গনতন্ত্রের লেবাস ধরেছে। যারা গনতন্ত্রকে ধ্বংস করেছিলো তাদের মুখে গনতন্ত্রের কথা মানায় না। আ.লীগের জন্ম গনতন্ত্রের মধ্য দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে, যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে হবে।"

সাতকানিয়া উপজেলা আ.লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপি'র সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু ও সাতকানিয়া উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এম.পি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দীন মনসুর, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, সাতকানিয়া উপজেলা আ'লীগ প্রচার সম্পাদক সালাহ্ উদ্দীন শাহরিয়ার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আ.লীগ নেত্রি হাসিনা জাফর, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, আনোয়ারা উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, কর্নফুলী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনিসহ সংসদীয় এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ-সাতকানিয়া উপজেলা আ.লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image