image

আজ, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রাম মহানগর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রতিবেদক    |    ০০:১৪, সেপ্টেম্বর ৪, ২০১৮

image

চট্টগ্রাম মহানগরীর বন্দরথানধীন ৩৮নং ওয়ার্ড মহিলা আঃলীগের দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেল সাড়ে ৪টায় কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ফারজানা শিরীন মুন্নী ‘র সভাপতিত্বে এবং নগর মহিলা লীগের মা ওশিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন, বিশেষ অতিথি ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর আঃলীগের সদস্য গোলাম মোঃ চৌধুরী, নগর মহিলা লীগের সাঃসম্পাদক আনজুমান আরা আনজি, সহ-সভাপতি মিসেস মমতাজ বেগম,যুগ্নসম্পাদক ও মহিলা কাউন্সিলর নীলু নাগ, সাংগঠনিক সম্পাদক-হুসনে আরা বেগম, সহ-সম্পাদক রোকসানা বেগম, বন্দর থানা সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আঃলীগ নেতা কামরুল হুদা চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, সারোয়ার জাহান চৌধুরী, কামাল উদ্দিন মেম্বার, মনজুর কাদের, জাহেদ হোসেন, ইমতিয়াজ মেম্বার ,এস.এম বরকত, সালাউদ্দিন বাদশা, সগির উদ্দিন, যুবলীগ সভাপতি মোঃআজিম, বাপ্পু, হিরু সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের ২য় পর্বে ৭১ সদস্য বিশিষ্ট ৩৮নং ওয়ার্ড মহিলা আঃলীগের কমিটির নাম ঘোষনা করেন নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন। কমিটিতে সভাপতি হয়েছেন ফারজানা শিরীন মুন্নী ও সাঃ সম্পাদক হয়েছেন সুইটি দে।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ সভাপতি জান্নাতুন নুর, সুলতানা বেগম, শাহনাজ বেগম, যুগ্ম সম্পাদক জিন্নাত আরা বেগম, মনি আক্তার, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা বেগম, অর্থ সম্পাদক রোকসানা বেগম, সহ-অর্থ সম্পাদক আফসানা বেগম, প্রচার সম্পাদক সাজেদা বেগম, দপ্তর সম্পাদক পারভীন আক্তার, শিক্ষা সম্পাদক কানিজ ফাতেমা, ত্রাণ সম্পাদক ইসরাত জাহান সুজি, সমবায় সম্পাদক জবা দে, সমাজ কল্যাণ সম্পাদক আসমা বেগম, আইন সম্পাদক আকলিমা বেগম, মা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুর ফেরদৌসী, জাহানারা নার্গিস সহ ৫২জনকে সাধারণ সদস্য করে ৭১সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image