image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নির্মাণের দু'মাসের ব্যবধানে বাঁশখালীতে স্কুলের বাউন্ডারি দেওয়ালের ধ্বস!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা    |    ২৩:৩৬, মে ২৬, ২০১৯

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে অবস্থিত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল মেরামতের কাজ শেষ না হতেই ধ্বসে পড়েছে। গত শনিবার বিকালের দিকে ওই বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল ধ্বসে পড়ার ঘটনা ঘটে। বাউন্ডারি দেওয়ালের যে অংশটুকু ভেঙ্গে পড়েছে তা উপজেলার ব্যস্ততম অভ্যন্তরিণ সড়ক মিয়ার বাজার হতে হারুণ বাজার ও সরল বাজার পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন একটি অংশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক সংলগ্ন বাউন্ডারি দেওয়ালের পাশের মাটি কেটে বিক্রি করায় বৃষ্টির কারণে দেওয়ালটি ধ্বসে পড়ে। হাজার হাজার যাত্রী ও যান চলাচলের ব্যস্ততম সড়কের পাশ ঘেষে নির্মিত বাউন্ডারি দেওয়াল অচিরেই মেরামত করা না হলে সামান্য বৃষ্টিতে বিলীন হয়ে যেতে পারে সড়কে নির্দিষ্ট অংশ। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করছে সাধারণ পথচারী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাউন্ডারি দেওয়ালটি নির্মাণে রড বলতে কিছুই দেওয়া হয়নি এবং বাউন্ডারির গোড়া থেকে মাটি বিক্রি করে দেওয়ায় বৃষ্টির কারণে ওই দেয়ালটি ধ্বসে পড়ে। 

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়ার সাথে কথা বলে জানা যায়- "বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সাড়ে ৩ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। ওই কাজের অংশ হিসেবে স্কুলের বাউন্ডারি নির্মাণ করেছে সংশ্লিষ্ট টিকাদারী প্রতিষ্ঠান। আমি দেওয়াল ধ্বসে পড়ার বিষয়টি ইঞ্জিনিয়ার আরমানকে অবহিত করলে তিনি শিগ্রই ড্রামসীট দিয়ে মেরামত করে দিবে বলে জানান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের  অর্থায়নে দেওয়ালের পুনঃনির্মাণ কাজ করা হবে।"

এ বিষয়ে বাঁশখালী উপজেলার সাবস্ট্যান্ড প্রকৌশলী আরমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি বাউন্ডারি দেওয়াল ধ্বসে পড়ার বিষয়ে অবগত আছেন বলে জানান- "ওই বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়ালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব মেরামত করারর জন্য অবহিত করবো।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image