image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কর্ণফুলীতে বিনামূল্যের নতুন বই কেজি দরে বিক্রি করতে গিয়ে জব্দ! 

কর্ণফুলী সংবাদদাতা    |    ০০:৩১, জুন ২, ২০১৯

image

চট্টগ্রামের কর্ণফুলীতে কেজি দরে বিক্রি করার সময় ১৭ বস্তা স্কুলের বই উদ্ধার করে হেফাজতে নিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।  

১জুন শনিবার বিকাল ৪টায় উপজেলার চরপাথরঘাটার খোয়াজনগর এলাকা থেকে এসব বই উদ্ধার করা হয়েছে।

এতে ২০১৯ শিক্ষাবর্ষের দশম, নবম শ্রেণীর নতুন বইসহ সপ্তম ও ৬ষ্ঠ শ্রেণীর নতুন/পুরাতন মিলে পাঁচ শতাধিক বই ছিল বলে জানা গেছে। এসব বই টাকায় কেজি দরে বিক্রি করে দিলে ক্রেতা স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তা জব্দ করেন। পরে স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনকে অবহিত করলে দ্রুত সময়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর মাহমুদ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বইগুলো উদ্ধার করে পটিয়া জিরি এলাকার তিন ক্রেতাকে থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. জুবায়ের সৈয়দ।

অসমর্থিত সূত্রে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়, এসব বই বিক্রির সাথে জড়িত রয়েছেন একই স্কুলের পিটি শিক্ষক প্রভাত চক্রবর্তী ও পটিয়া শিক্ষা অফিসের হেড ক্লার্ক সুবীর বাবু।

স্থানীয় লোকজন বইগুলো যে শিক্ষক কেজি দরে বিক্রি করছিলেন এবং এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. জুবায়ের সৈয়দ জানান, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত জেনে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

বইগুলো উপজেলার আছিয়া মোতালেব রেজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয় হতে ভাঙারির দোকানে নিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দীন বলেন, বইগুলো পটিয়া উপজেলার শিক্ষা অফিসের হেড ক্লার্ক সুবীর বাবু এসে সরকারি গুডাউনে নিয়ে যাচ্ছে বলে জানতাম। বিক্রি করছে কিনা তা জানিনা।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image