image

আজ, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ ইং

কেরানীগঞ্জে পারিবারিক বিরোধে হামলায় একই পরিবারের ৭জন আহত

ঢাকা ব্যুরো    |    ২৩:৩৫, জুন ১১, ২০১৯

image

কেরানীগঞ্জে পারিবারিক বিরোধে হামলায় একই পরিবারের সাতজন আহত।

ঢাকার দঃ কেরানীগঞ্জের গোয়ালখালিতে চাচা এবং চাচাতো ভাই- বোনদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এক পক্ষের হামলায় নারী শিশুসহ সাতজন আহত হয়েছেন।আহতদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।আহতরা হলেন,দেলোয়ার হোসেন (৫০),ময়ফুল(৪০),দেলোয়ারা(২৪),তানজিলা (২৫),ওয়াহিদুল(১২),বিলকিস(১৪),এবংমোঃমালু(২৩)।এরা সবাই আহত দেলোয়ার হোসেনের পরিবারের সদস্য।আহত অবস্হায় হাসপাতালে নিয়ে আসা দেলোয়ারে শ্যালক মোঃ এরশাদ আলি জানান,দুপুর দেড় টায় দেলোয়ারের ভাতিজি সুমি তাদের বাড়িতে আসতে নিষেধ করলে চাচি ময়ফুলের সঙ্গে বিবাদে জরিয়ে পরে এক পর্যায়ে সুমি তার বাবা মা ও অন্য আত্মীয়রা  লাঠি,লোহার পাইপ,সাবল, দা ও বটি নিয়ে দেলোয়ারের বাড়ির নারী ও শিশুদের উপর হামলা চালায়।ভারী দেশীয় অস্ত্রের আঘাতে দেলোয়ারের স্ত্রীর গুরুতর আহত হলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত বাকিদের চিকিৎসা দেয়া হয়।নিজ পরিবারের উপর হামলার খবর পেয়ে দেলোয়ার বাড়িতে ছুটে এলে তাকেও মারধর করা হয়।হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি দেলোয়ারে মেয়ে অন্তঃসত্ত্বা দেলোয়ারা এবং শিশু ওয়াহিদুল। আহত অবস্হায় চিকিৎসা নিতে হাসপাতালে আসা  দেলোয়ার হোসেন জানান,তার বড় ভাই,নুরুল ইসলাম, সালাউদ্দিন, নিজাম উদ্দিন, আলাউদ্দিন সহ সবাই দেশীয় নানা অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পরিবারের নারী- পুরুষ শিশু সবাইকে নির্বিচারে কুপিয়ে পিটিয়ে আহত করেছে।এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।এ ব্যাপারে দঃ কেরানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান তারা আত্নীয় - স্বজনদের সঙ্গে মামারির কথা শোনেছেন তবে সন্ধ্যা পর্যন্ত  থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি বলে জানান।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:৪৮, জুলাই ১২, ২০১৯

এবার লক্কর-ঝক্কর বাসে ফেনসিডিলের চালান !


image
image
image

আরও পড়ুন

Los Angeles

০১:৫১, আগস্ট ২৩, ২০১৯

পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা


Los Angeles

০১:৪৫, আগস্ট ২৩, ২০১৯

কুতুবদিয়ায় নবনিযুক্ত ইউএনও জিয়াউল হক মীর


Los Angeles

০১:৩১, আগস্ট ২৩, ২০১৯

ফের আটকে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসূচি : এনজিও’দের দূষছেন স্থানীয়রা