image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মাইজভাণ্ডার দরবার পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ

আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি সংবাদদাতা    |    ০০:০৩, জুন ১৭, ২০১৯

image

আধ্যাত্মিক সাধনার অনন্য তীর্থস্থান এশিয়া বিখ্যাত ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

১৬ জুন রবিবার দুপুরে মাইজভাণ্ডার দরবার শরীফ আগমন করেন তিনি। মাইজভাণ্ডার দরবার শরীফে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও স্থানীয় বিশিষ্টজনদের সাথে এক মতবিনিয় সভা দরবার শরীফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার।

উপজেলার বক্তপুর ইউপি চেয়ারম্যান এস এম সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, শাহনেওয়াজ চৌধুরী, আবু তালেব চৌধুরী, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, জানে আলম, এ কে এম সরোয়ার হোসেন স্বপন, ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল হালিম, শোয়েব আল সালেহীন, হারুনুর রশিদ ইমন, সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, হারুনুর রশিদ, মুহাম্মদ ইব্রাহীম, সোহরাব হোসেন সৌরভ, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আলম সিকদার, মুজিবুর রহমান স্বপন, আমান উল্লাহ চৌধুরী লিটন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট বাসন্তী প্রভা পালিত, রিফাত আক্তার নিশু, হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় রীভা গাঙ্গলী বলেন, বাংলাদেশের সাথে ভারতের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শন ও বিভিন্ন রওজা শরীফে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার।

এর আগে তিনি সকালে রামগড় ফেনী নদীর উপর নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image