image

আজ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রামে কর আইনজীবি সমিতির মানববন্ধন

প্রতিবেদক    |    ০১:৩৯, জুন ১৯, ২০১৯

image

প্রস্তাবিত অর্থ বিল ২০১৯-২০এর আয়কর আইনের ১৭৪(২)এফ ধারায় রেজিং ট্যাক্সাস বার এসোসিয়েশনের সদস্য হওয়ার বাধ্যবাধকতা বিলোপের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন।

১৮জুন মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। 

সমিতির সভাপতি এডঃ মোঃ জামাল উদ্দিন’এর সভাপতিত্বে এবং সাঃসম্পাদক এডঃ মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়ে সমিতির প্রাক্তণ সভাপতি এডঃ বদিউজ্জামান, এডঃ বাবু জয়সংঘবিকাশ বড়ুয়া, এডঃ মোস্তাফা কামাল, প্রাক্তণ সাঃ সম্পাদক-এডঃ সালাউদ্দিন মোঃশাহিন, এডঃ নিতাই চন্দ্রদাশ, সিঃসদস্য এডঃআহসান উল্লাহ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, সরকারের কিছু আমলার কারণে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল অর্জন বিলিন করে প্রভাবশালীরা দেশের সম্পদ লুটে-পুটে খাচ্ছে। সেখানে কর আইনজীবিরা দেশের সম্পাদশালীদের কর আদায়ে সহায়তা করে দেশের রাজস্ব বৃদ্ধিতে ভুমিকা রাখছে। কাদের ঈঙ্গিতে আয়কর আইনজীবিদের সদস্য পদের উপর ১৭৪(২)এফ ধারায় রেজিং ট্যাক্সাস সদস্য করণ বোঝা চাপিয়ে হটকারি সিন্ধান্ত নেয়া হয়েছে তা বোধগম্য নয় বলে তারা দাবী করেন। অচিরেই এ বাধ্যবাধকতা প্রত্যাহারের জোর দাবী জানান বক্তারা। 

অন্যতায় আয়কর আইজীবিরা কর্মবিরতি, ট্যাক্স আদায়ে সরকারকে অসহযোগিতা সহ আরো কঠোর কর্মসূচি দিয়ে আইনবিভাগকে অচলের হুশিয়ারি দেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে সমিতির নিয়মিত সভায় মিলিত হন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image